নয়াদিল্লি: করোনা ভ্যাকসিনের প্রথম টিকা নিলেন নরেন্দ্র মোদি।


সোমবার সকাল ৬টা ২৫ মিনিটে দিল্লির এইমসে গিয়ে টিকা নেন প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি কোভ্যাকসিন টিকা নিয়েছেন। ভারত বায়োটেক তৈরি করেছে কোভ্যাকসিন। প্রধানমন্ত্রীকে করোনার প্রতিষেধক দেন পুদুচেরির নার্স পি নিভেদা। টিকা নেওয়ার পর ৩৫ মিনিট চিকিৎসকদের পর্যবেক্ষণে থেকে ৭ টা নাগাদ তাঁর নিবাস ৭ লোক কল্যাণ মার্গের উদ্দেশ্যে রওনা দেন নরেন্দ্র মোদি।


টিকা নেওয়ার পর নরেন্দ্র মোদি জানান, এদিন এইমসে গিয়ে করোনার প্রথমদফার ডোজ নিলাম। কোভিডের বিরুদ্ধে যেভাবে চিকিৎসক ও বিজ্ঞানীরা লড়েছেন, তা সত্যিই অভাবনীয়। যারা টিকা নেওয়ার যোগ্য তাদরকে অনুরোধ করব টিকা নিতে। চলুন সকলে মিলে একসঙ্গে কোভিড মুক্ত ভারত গড়ে তুলি।


করোনা মোকাবিলায় এদিন থেকে শুরু হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে।  সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দেওয়া হবে ভ্যাকসিন।


প্রথম দফায়, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় দেওয়া হয়েছে পুলিশকর্মীদের।


 


কোমর্বিডিটির প্রমাণ হিসেবে নির্দিষ্ট ফর্ম্যাটে দিতে হবে চিকিত্‍সকের সার্টিফিকেট। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের সর্বোচ্চ দাম আড়াইশো টাকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার।



কো-উইন অ্যাপের মাধ্যমে নথি দেখিয়ে নাম নথিভুক্ত করার পর বেছে নেওয়া যাবে কাছাকাছির টিকাকরণ কেন্দ্র। বাছা যাবে ভ্যাকসিনও।


ভারতে মোটের ওপর করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও কিছু রাজ্যে কোভিডের দ্বিতীয় ঢেউ চিন্তা বাড়াচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, প্রতিষেধক নেওয়ার পরও সতর্কতা অবলম্বন ছাড়া সম্ভব নয় করোনাযুদ্ধের বিরুদ্ধে জয়ী হওয়া। 


(আরও পড়ুন


https://bengali.abplive.com/news/india/corona-vaccine-drive-third-phase-of-corona-vaccination-in-bengal-to-begin-today-what-you-need-to-know-details-here-803769/amp)


এই অবস্থায় বয়স্কদের টিকা নেওয়ার প্রথম দিনেই নিজে টিকা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে নরেন্দ্র মোদি বিশেষ বার্তা দিলেন বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।