ঝিলম করঞ্জাই ও সুমন ঘরাই, কলকাতা:  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ৫১ জনের। স্বাস্থ্য দফতরের রবিবার পরিসংখ্যান অনুযায়ী বাংলায় মৃত্যু হয়েছে ১০ হাজার ২৬৮ জনের।


এই প্রেক্ষিতে এবার সাধারণ মানুষের ভ্যাকসিনেশন! করোনা মোকাবিলায় সোমবার থেকে হচ্ছে তৃতীয় পর্যায়ের টিকাকরণ প্রক্রিয়া।  


স্বাস্থ্য দফতর সূত্রে খবর,  এই পর্যায়ে ৬০ বছর বা তার বেশি বয়সের নাগরিকদের ভ্যাকসিন দেওয়া হবে।  সেইসঙ্গে ৪৫ থেকে ৫৯ বছর বয়সী যাঁদের কোমর্বিডিটি রয়েছে, তাঁদেরও দেওয়া হবে ভ্যাকসিন।


কোমর্বিডিটির প্রমাণ হিসেবে নির্দিষ্ট ফর্ম্যাটে দিতে হবে চিকিত্‍সকের সার্টিফিকেট। কোন কোন অসুস্থতাকে কোমর্বিডিটি হিসেবে ধরা হবে, তাও নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে সরকার।


সরকারি সূত্রের খবর--



  • সোমবার বেলা ১২ টা থেকে কো-উইন অ্যাপ খুলে যাবে এ রাজ্যে।

  • তারপর আধার কার্ড ও অন্যান্য বিবরণ দিয়ে নাম নথিভুক্ত করতে হবে।

  • বেছে নেওয়া যাবে কাছাকাছির টিকাকরণ কেন্দ্র।

  • যাঁরা দুপুর ৩টের মধ্যে নাম নথিভুক্ত করবেন, তাঁদেরকে বেসরকারি হাসপাতালে ভ্যাকসিন দেওয়া হবে পরের দিন।

  • সরকারি হাসপাতালে ভ্যাকসিন নেওয়া যাবে নাম নথিভুক্ত করার দিনই।

  • যে নথি ব্যবহার করে নাম নথিভুক্ত করা হবে, সেই নথি নিয়ে যেতে হবে হাসপাতালে।

  • হাসপাতালে কোভ্যাক্সিন ও কোভিশিল্ডের মধ্যে যে কোনও একটি বেছে নেওয়া যাবে।

  • সরকারি হাসপাতালে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেবে কেন্দ্রীয় সরকার।


বেসরকারি হাসপাতালে ভ্যাকসিনের সর্বোচ্চ দাম আড়াইশো টাকা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। পাশাপাশি, রাজ্য সরকার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। সেই সিদ্ধান্তের কথা জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠিও লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।  


আরও পড়ুন:


Corona Vaccine: ১ মার্চ থেকে ৬০ ঊর্ধ্বদের টিকাকরণ রাজ্যে


স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ১৫টি সরকারি হাসপাতালে এবং ১০টি বেসরকারি হাসপাতালে সোমবার শুরু হবে টিকাকরণ। বেসরকারি হাসপাতালগুলিকে প্রথম দিন ৫০ জনকে ভ্যাকসিন দিতে বলা হয়েছে। যাঁদের মধ্যে ৩০ জন ৬০ বছর বা তার বেশি বয়সী, এবং ২০ জন হবেন এমন যাঁদের কোমর্বিডিটি রয়েছে। 


প্রথম দফায়, চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মীদের মতো সামনের সারির করোনা যোদ্ধাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। দ্বিতীয় দফায় দেওয়া হয়েছে পুলিশকর্মীদের। 


আরও পড়ুন:


Corona Vaccine: ৬ মার্চের মধ্যে ভোটকর্মীদের টিকাকরণ শেষ করার নির্দেশ নবান্নের


আজ, সোমবার থেকে শুরু হচ্ছে সাধারণ মানুষের টিকাকরণ।