বারমের, রাজস্থান: কোরবানির ঈদে (eid al-adha) মিটল দূরত্ব। পাকিস্তানি রেঞ্জারদের (pak rangers) মিষ্টিমুখ করালেন বিএসএফ (bsf) আধিকারিকরা। ওপার থেকে এল মিষ্টির প্যাকেটষ। এপার থেকেও ওপারে তাই গেল। এতেই শেষ নয়। গুজরাত (gujrat) ও রাজস্থানের (rajasthan)বারমের জেলার ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় দাঁড়িয়ে একে অন্যকে শুভেচ্ছা জানাল দুদেশের  সীমান্তরক্ষী বাহিনী। সেই ছবি পোস্টও করা হল গুজরাত বিএসএফের (gujrat bsf) টুইটার হ্যান্ডেলে।


ঈদ অল-আধা উপলক্ষ্যে...


ইসলামিক রীতি অনুযায়ী, ঈদ অল-আধা বা বকরি ঈদ ত্যাগের দিন। ইসলামিক ক্যালেন্ডারের দ্বাদশ মাসের দশম দিনে এটি পালন করা হয়। দেশকাল ভেদে এই ঈদ পালনের রীতি কিছুটা আলাদা হয় বটে। দুঃস্থদের জন্য দান ঈদ অল-আধার অত্য়ন্ত জরুরি অঙ্গ। এছাড়াও নানা রীতিনীতি রয়েছে। 


দীপাবলিতেও চেনা ছবি... 


যে কোনও পার্বণে দুদেশের বাহিনীর মধ্যে মিষ্টি বিনিময়ের এই রীতি নতুন নয়। গত বছর দীপাবলিতে কার্যত এক ছবি দেখা গিয়েছিল ভারত-পাক সীমান্তে। আলোর উৎসবে সৌহার্দ্যের বার্তা দিতে পঞ্জাবের আত্তারি সীমান্তে পাক রেঞ্জার্সের সঙ্গে বিএসএফ কর্মীদের মিষ্টি এবং দীপাবলির শুভেচ্ছা বিনিময় করতে দেখা গিয়েছিল। সেই সময়ের ছবিও প্রকাশ্যে আসে। পরে একটি বিবৃতি জারি করেছিল গুজরাতের সীমান্ত রক্ষীবাহিনী।  


এমনিতে দুদেশের সম্পর্ক তলানিতে। বছরভর তাই একে অন্যের দিকে সন্দেহের নজরে তাকিয়ে থাকেন ওঁরা। কিন্তু উৎসব-পার্বণের দিনে অন্য ছবি। দীপাবলি, হোলি থেকে ঈদ, সব অনুষ্ঠানেই সাময়িক ভাবে হলেও দূরত্ব দূরে রেখে কাছে আসেন দুদেশের প্রহরীরা। আলিঙ্গন করেন একে অন্যকে। 
এবারও তার ব্যতিক্রম হল না। ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত বরাবর গুজরাতের কচ্ছ ও বনসকাঁথা জেলা এবং রাজস্থানের বারমের জেলার একাধিক অংশের সৌহার্দ্যের এই ছবি দেখা গেল। দীপাবলির মতো সেই ছবি পোস্টও করা হল সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ক্যাপশন।  


আরও পড়ুন:উদয়পুর হত্যাকাণ্ডে এনআইএ-র জালে আরও ১