নয়াদিল্লি: পড়শি দেশকে ইদের (Eid-al Azha) শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi)। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে (Sheikh Hasina) ব্যক্তিগত ভাবে চিঠি লিখে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বজায় রাখা, সার্বিক উন্নয়নের ধারা বজায় রাখার উপর জোর দিয়েছেন। বাংলাদেশে (Bangladesh) ভারতীয় হাই কমিশন মোদির (Indian High Commisiion in Bangladesh) চিঠির কথা প্রকাশ করেছে। 


হাসিনাকে ইদের শুভেচ্ছা মোদির


রবিবার ভারতীয় হাই কমিশনের ট্যুইটার হ্যান্ডলে চিঠির কথা উল্লেখ করা হয়। তাতে লেখা হয়, 'ব্যক্তিগত ভাবে চিঠি লিখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের মানুষকে উদ-উল আঝার শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই উৎসব আত্মত্যাগ, পারস্পরিক সহমর্মিতা স্মরণ করায় আমাদের। আমাদের পারস্পরিক সম্পর্ক দুই দেশের সার্বিক উন্নয়নের পক্ষে সহায়ক।'



মোদি আরও জানান,পারস্পরিক সহযোগিতা, দ্বিপাক্ষিক সম্পর্ক ভারত-বাংলাদেশ দুই দেশের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে দেশের সমস্ত নাগরিকের জন্য উন্নয়নমূলক কাজের ধারা অব্যাহত রাখতে হবে। আন্তর্জাতিক রাজনীতি যখন ক্রমশ জটিল হয়ে উঠছে, সেই আবহে দুই দেশের মধ্যে সহাবস্থান এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার কথাও মোদি চিঠিতে লেখেন বলে জানা গিয়েছে।



আরও পড়ুন: Assam News: মূল্যবৃদ্ধির বিরুদ্ধে পথনাটিকা, শিব সাজায় আটক অভিনেতা, ধর্মীয় অবমাননার অভিযোগ


কয়েক সপ্তাহ পরেই দিল্লিতে হাসিনার সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে মোদির। সেখানে এ নিয়ে বিশদ আলোচনার সম্ভাবনা রয়েছে। হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন বলে জানিয়েছেন মোদি। আগামী সেপ্টেম্বর মাসে দিল্লি সফরে আসার কথা হাসিনার।


সেপ্টেম্বরে দিল্লি সফরে আসার কথা হাসিনার


এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, মোদির আমন্ত্রণেই সেপ্টেম্বরে ভারত সফরে আসছেন হাসিনা। এখনও পর্যন্ত দিন ক্ষণ চূড়ান্ত হয়নি যদিও, তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বা প্রথম দশদিনের মধ্যে হাসিনা দিল্লি পৌঁছতে পারেন বলে জানা গিয়েছে। সেখানে দ্বিপাক্ষিক বৈঠক করবেন মোদি-হাসিনা। নদী প্রকল্প নিয়েও দু'জনের আলোচনার কথা রয়েছে। বন্যা পরিস্থিতি সামাল দেওয়া নিয়েও বিশদ আলোচনার সম্ভাবনা রয়েছে।