Bypoll Results 2021:  পশ্চিমবঙ্গের চার বিধানসভা আসন সহ গত ৩০ অক্টোবর ১৩ টি রাজ্য ও কেন্দ্রশাসিত দাদরা নগর হাভেলি (Dadra and Nagar Haveli)-র তিন লোকসভা আসন ও ২৯ টি বিধানসভা আসনে উপনির্বাচন হয়েছিল। এই আসনগুলির ফল ঘোষণা আজ।  যে তিন লোকসভা আসনে উপনির্বাচন হয়েছে, সেই আসনের সাংসদরা প্রয়াত হয়েছিলেন।


আজ বিধানসভা ও লোকসভা আসনের উপনির্বাচনে যাঁদের ভাগ্য নির্ধারিত হতে চলেছে, তাঁদের মধ্যে রয়েছেন ইন্ডিয়ান ন্যাশনাল লোকদল (আইএনএলডি) নেতা অভয় চৌটালা (Abhay Chautala) । কেন্দ্রের তিন কৃষি আইনের প্রতিবাদে তিনি ইস্তফা দিয়েছিলেন। এছাড়াও কংগ্রেসের প্রয়াত নেতা বীরভদ্র সিংহের স্ত্রী প্রতিভা সিংহ, প্রাক্তন ফুটবলার ই লিংডো এবং তেলঙ্গনার প্রাক্তন মন্ত্রী ই রাজেন্দ্রর ভোট-ভাগ্য এদিন নির্ধারিত হতে চলেছে। উল্লেখ্য, গত ৩০ অক্টোবর পশ্চিমবঙ্গের চার, অসমের পাঁচ, মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, মেঘালয়ে তিনটি করে আসনে এবং বিহার, কর্ণাটক ও রাজস্থানে দুটি করে আসনে এবং অন্ধ্রপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র, মিজোরাম ও তেলঙ্গনায় একটি করে আসনে ভোটগ্রহণ করা হয়েছিল। ওই রাজ্যগুলির যে ২৯ বিধানসভা আসনের উপনির্বাচন হয়েছে, সেগুলির মধ্যে প্রায় এক ডজনেও বেশি আসন বিজেপির দখলে ছিল। কংগ্রেসের দখলে ছিল ৯ এবং বাকি আসনগুলি অন্যান্য দলের ছিল।


যে তিন লোকসভা আসনে উপনির্বাচন হয়েছে, সেগুলি হল দাদরা ও নগর হাভেলি, হিমাচল প্রদেশের মাণ্ডি ও মধ্যপ্রদেশের খান্ডোয়া। এই তিন আসনের সাংসদরা প্রয়াত হওয়ায় উপনির্বাচনের প্রয়োজন নয়। মাণ্ডি আসন বিজেপি নেতা রামস্বরূপ ভার্মার আকস্মিক প্রয়াণে শূন্য হয়ে পড়েছিল। অন্যদিকে, খান্ডোয়া আসনের বিজেপি সাংসদ নন্দ কুমার সিংহ চৌহান প্রয়াত হয়েছিলেন। নির্দল সাংসদ মোহন ডেলকরের মৃত্যুর ফলে দাদরা  ও নগর হাভেলি লোকসভা আসনে উপনির্বাচন হয়েছে।


 মাণ্ডিতে প্রতিদ্বন্দ্বিতা প্রতিভা সিংহর সঙ্গে বিজেপির খুশাল সিংহ ঠাকুরের। দাদরা ও নগর হাভেলিতে গত সাতবারের নির্দল সাংসদের স্ত্রী কলাবেন ডেলকর লড়াইতে রয়েছেন। এবার তাঁর লড়াই বিজেপির মহেশ গাভিত  ও কংগ্রেসের মহেশ ধোডির সঙ্গে।


অসমে পাঁচ বিধানসভা আসনেই লড়ছে কংগ্রেস। অন্যদিকে, বিজেপি তিন ও জোট শরিকরা বাকি দুই আসনে লড়াই করছে।


মধ্যপ্রদেশে উপনির্বাচনের প্রচারের লড়াইও বেশ জয়ে উঠেছিল।  বিহারেও উত্তাপ ছড়িয়েছে দুই আসনের উপনির্বাচন। কুশেশ্বরস্থান ও তারাপুর আসনের উপনির্বাচনের প্রচারে দীর্ঘদিন পর দেখা গিয়েছে আরজেডি নেতা লালুপ্রসাদ যাদবকে।