নয়া দিল্লি : বিশ্বজুড়ে বাড়ছে উষ্ণতা। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধিতে জেরবার মানুষ। গ্রীষ্মের দাবদাহের মধ্যে বাড়ির বাইরে হলেই যেন প্রাণ হাসফাঁস করে ওঠে। এই পরিস্থিতিতে দেশবাসীর মনে একটাই প্রশ্ন, কবে ফিরবে স্বস্তি ? আগামী দিনে কি এই অবস্থা থেকে বেরিয়ে আসা যাবে ? ভবিষ্যৎ যা-ই থাক, IFPRI-এর রিপোর্টে কিন্তু উদ্বেগ বাড়াতে পারে ।


কী বলছে IFPRI-এর রিপোর্ট ?


তাপপ্রবাহ, বন্যা, ভারী বৃষ্টি এবং উচ্চমাত্রায় দূষণে নাজেহাল দেশবাসী। এরই মধ্যে উদ্বেগ বাড়িয়ে IFPRI-এর রিপোর্ট বলছে- ২১০০ সাল নাগাদ ভারতের গড় তাপমাত্রা ২.৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪.৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। গ্রীষ্মকালীন তাপপ্রবাহ ভারতে ২১০০ সালের মধ্যে তিন বা চারগুণ হবে বলে অনুমান করা হয়েছে। সম্ভবত, তাপমাত্রা বৃদ্ধির জেরে বন্যার ঘটনাও বাড়বে।


কিন্তু, কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা ?


বিশ্ব উষ্ণায়নের বিরুদ্ধে 'যুদ্ধে' সাহায্য করে বনায়ন বা বনসৃজন। জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলার অন্যতম সহজলভ্য উপায়- গাছ লাগানো। 


গাছ- ভারতে ব্যক্তিপিছুর তুলনায় বিশ্বের পরিসংখ্যান -


ভারত- ব্যক্তিপিছু ২৮টি গাছ


বিশ্বের গড়- ব্যক্তিপিছু ৪২২টি গাছ



  • কানাডা- ব্যক্তিপিছু ৮,৯৫৩

  • রাশিয়া- ব্যক্তিপিছু ৪,৪৬১

  • অস্ট্রেলিয়া- ব্যক্তিপিছু ৩,২৬৬

  • গ্রিনল্যান্ড- ব্যক্তিপিছু ৪,৯৬৪

  • আমেরিকা- ব্যক্তিপিছু ৭১৬

  • চিন- ব্যক্তিপিছু ১০২ (উৎস : Our World in Data)


ভারত- নির্গমনের লক্ষ্য নির্ধারণ করছে


ভারতের জলবায়ু নির্গমন লক্ষ্য-



  • ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন (১০০ কোটি) টন কার্বন নির্গমন হ্রাস করা


ভারতের লক্ষ্যপূরণে কীভাবে সাহায্য করতে পারে একটি গাছ ?



  • একটি দেশি গাছ প্রায় ০.২ টন CO2 কমাবে।

  • প্রায় ছয়টি গাছ এক টন CO2 কমাবে।

  • ২০৩০ সালের মধ্যে ১ বিলিয়ন কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রায় ৬০০ কোটি গাছ প্রয়োজন।

  • ভারতে ৩,৬০০ কোটি গাছ রয়েছে।


প্রতিদিন একজন ব্যক্তির দ্বারা নির্গত কার্বন ডাই অক্সাইড গ্রহণের জন্য কত গাছ প্রয়োজন?


প্রায় ১৫টি গাছ ২০০০-ক্যালোরি খাদ্য গ্রহণ থেকে কার্বন ডাই অক্সাইড অফসেট করে। ৭৩০টি গাছ জ্বালানি থেকে নির্গত গড় কার্বন ডাই অক্সাইড অফসেট করে।


উৎস : PennState Institutes of Energy and the Environemnt


ভারতের বনভূমি - অপর্যাপ্ত



  • ভারতের ভৌগলিক এলাকার ৩৩ শতাংশ বন বা গাছের আচ্ছাদনে থাকা উচিত

  • ভারতের বন - দেশের মোট বন ও গাছের পরিধি ৮০.৯ মিলিয়ন (প্রায় ৮.০৯ কোটি) হেক্টর যা দেশের ভৌগোলিক এলাকার ২৪.৬২ শতাংশ।

  • বনভূমির ঘাটতি - ভারতে আরও ৮.৩২ শতাংশ এলাকা বনের আওতায় থাকা উচিত।

  • শুধুমাত্র ১৭টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলের ভৌগোলিক এলাকার ৩৩ শতাংশের বেশি বনাঞ্চল রয়েছে।


উৎস : Forest Survey of India - 2022


ভারতের কার্বন নির্গমন – ধনী বনাম দরিদ্র


ভারতে নাগরিকদের কার্বন নিঃসরণে বিশাল বৈষম্য - উচ্চ-ব্যয়কারী পরিবারগুলি কম খরচের পরিবারের তুলনায় প্রায় সাতগুণ কার্বন নির্গমনের জন্য দায়ী (Journal – Global Environment Challenge)


ভারত থেকে কার্বন নিঃসরণ – রাষ্ট্রসংঘের রিপোর্ট



  • কার্বন নির্গমনে বিশ্বের তালিকায় তৃতীয় স্থানে ভারত।

  • ভারতে ২.৪৬ বিলিয়ন মেট্রিক টন কার্বন বা বিশ্বের মোট নির্গমনের ৬.৭% রয়েছে

  • ভারতের মাথাপিছু কার্বন নির্গমন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি বছর ১৬.২১ টনের তুলনায় ১.৮৪ টন এখনও কম।