চেন্নাই: চেন্নাইয়ে বুধবার থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হল। মাস্ক না পরলে মাশুল গুণতে হবে চেন্নাইবাসীকে। দিতে হবে ৫০০ টাকা ফাইন। উল্লেখ্য, কোভিডের লাগামছাড়া সংক্রমণ শুরু হয়েছে দেশের একাধিক রাজ্যে। সেই তালিকায় রয়েছে তামিলনাড়ু। তামিলনাড়ুর চেন্নাইয়ে বিশেষ করে কোভিড আধিক্যের জেরে আগামীকাল বুধবার থেকেই এই নিয়ম চালু হয়ে যাবে। এমনটাই নির্দেশিকা দিয়ে জানিয়েছে চেন্নাই কর্পোরেশন।
প্রসঙ্গত, গোটা দেশেই ফের কোভিড সংক্রমণ ব্যাপকহারে বাড়ছে। এবং সেই তালিকায় এবার তামিলনাড়ুও। যার জেরে এবার কড়া পদক্ষেপ নিল চেন্নাই প্রশাসন। মূলত, কোভিড পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই সতর্কতা জারি করা হয়েছে। এবার তাই রাত পেরোলেই মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে চেন্নাইয়ে। চেন্নাইয়ের অফিস, মল-সহ যাবতীয় পাবলিক প্লেসে বিশেষ করে এই কড়া নজরদারি চালু করা হবে। কারণ এই এলাকাগুলিতেই সামাজিক দূরত্ব লঙ্ঘন হওয়ার পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত এই জোনগুলিতে অতিমাত্রায় কোভিড সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা তৈরি হয়। যেহেতু কোভিডের মিউটেশনের জেরে, তার আরও সম্ভাবনা বেড়ে গিয়েছে। তবে মাস্ক পরলে কোভিড সংক্রমণটা অনেকাংশেই রোধ করা যায়।
চেন্নাইয়ের প্রশাসনের তরফে আরও একাধিক বিষয়ে কড়াকড়ি করা হয়েছে। যারা ৬০ বছেরর উর্ধ্বে, সেই সকল প্রবীণ নাগরিকদের দ্বিতীয় দফা কোভিড ভ্যাকসিন নিতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। শুধু এটাই নয়, পাবলিক প্লেস হিসেবে সিনেমা হল, থিয়েটার, স্টেশন প্রতিটা জায়গাতেই সামাজিক দূরত্ব মনে চলতে বলা হয়েছে চেন্নাই কর্পোরেশনের তরফে। যদিও কোভিডের প্রথম, দ্বিতীয় ঢেউয়ের সময় শোচনীয় অবস্থা হয়েছিল তামিলনাড়ুতেও। কোভিডের তৃতীয় ঢেউয়ে যদিও ততটা ক্ষতিগ্রস্থ হয়নি এই শহর। ওমিক্রণের শিকার হলেও মৃত্যুর হার বাড়েনি, দেশের আর দশটা শহরের মতোই। কিন্তু চতুর্থ ঢেউ নিয়ে ফের আশঙ্কা ছড়িয়েছে। তাই কোভিড সংক্রমণ হাতের বাইরে বেরোনোর আগেই, সতর্ক হল প্রশাসন।