নয়াদিল্লি: পাঁচশোর মধ্যে পাঁচশো। এক নম্বরও কোথাও কাটা যায়নি। শতাংশের হিসেবে পুরোপুরি ১০০ শতাংশ। এমন নম্বর পেয়েই চমকে দিয়েছেন উত্তর প্রদেশের তানিয়া সিং (Tanya Singh)। সিবিএসই (CBSE) দ্বাদশ শ্রেণির পরীক্ষায় এমন রেজাল্ট করেছেন তিনি। ঐচ্ছিক বিষয় (Optional Subject) নিয়ে এমন ফল করেছেন তিনি। মোট ছটি বিষয়ে পরীক্ষা দিয়েছিলেন তিনি। তাঁর মধ্যে পাঁচটিতে একশোতে একশো পেয়েছেন। এই বছর বোর্ড মেধাতালিকা প্রকাশ করেনি। ২০২০ সালে থেকে মেধাতালিকা (Merit List) প্রকাশ বন্ধ রয়েছে।
স্বপ্ন আইএএস:
তানিয়া সিং, উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বুলন্দশহরের দিল্লি পাবলিক স্কুলের ছাত্রী। মেধাবী এই ছাত্রীর স্বপ্ন প্রশাসক হওয়া। তিনি বলেন, 'আমি আইএএস (IAS) অফিসার হতে চাই। ইউপিএসসি পরীক্ষায় পাস করতে চাই।'
পাশে ছিলেন কারা:
এত ভাল রেজাল্ট। কীভাবে? এর জন্য বাবা-মা, নিজের পরিবারের সদস্যদের এবং শিক্ষকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তানিয়া বলেন, 'আমি আমার শিক্ষকদের থেকে অনেক সাহায্য পেয়েছি। পরিবারের থেকে সাহায্য পেয়েছি।'
কীভাবে পড়াশোনা:
প্রতিদিন কতটা পড়া তৈরি করতে হবে তা আগে থেকে নির্দিষ্ট করে ফেলতেন তানিয়া। সেইমতো পড়াশোনা করতেন। সেগুলি শেষ করে তবেই ঘুমোতে যেতেন। নিজেই জানিয়েছেন সেকথা।
তাঁর বাবা-মাও জানিয়েছেন যে প্রতিদিন নিয়ম করে পড়শোনা করতেন তানিয়া। কোনওদিন পড়াশোনা না করে থাকতেন না। অধ্যবসায় তার সাফল্যের মূল কারণ বলে জানাচ্ছেন তাঁরা।
সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন, সম্প্রতি দ্বাদশ শ্রেণির ছাত্র ছাত্রীদের ফলপ্রকাশ করেছে। ছাত্র-ছাত্রীরা cbseresults.nic.in and results.cbse.nic.in ওয়েবসাইটেও যাবতীয় তথ্য পেয়েছেন। জানা গিয়েছে, চলতি বছরে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৪,৪৪৩,৪২ জন। উত্তীর্ণ হয়েছেন, ১৪৩৫৩৬৬ জন। ১৩৩০৬৬২ জন পাশ করেছেন। । তবে চলতি বছরে পাশের হার কুড়ি সালের থেকে অপেক্ষাকৃত ভাল হয়েছে। কারণ ২০২০ সালে ৮৮.৭৮ শতাংশ পাশের হার এসেছিল। চলতি বছরে সিবিএসই দ্বাদশ শ্রেণিতে ৯২.৭১ শতাংশ ছাত্র -ছাত্রী পাশ করেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: হর্ন শুনতে পাওয়ায় ঘাড়ে চাকু, ছত্তিসগড়ের ঘটনায় অভিযুক্ত ১৫ বছরের কিশোরী
Education Loan Information:
Calculate Education Loan EMI