Bipin Rawat Helicopter Crash : দুর্ঘটনার কবলে Mi-17V-5, রাশিয়ার তৈরি সবচেয়ে উন্নত এই পরিবহন হেলিকপ্টারের বিশেষত্ব জানুন

Mi-17V-5 Military Transport Helicopter : এটি সেনাবাহিনী, অস্ত্র পরিবহন, ফায়ার সাপোর্ট, কনভয় এসকর্ট, টহল এবং অনুসন্ধান ও উদ্ধারকাজের মতো মিশনে মোতায়েন করা যায়।

Continues below advertisement

নয়া দিল্লি :  সিডিএস বিপিন রাওয়াত-সহ(Chief of Defence Staff General Bipin Rawat) ১৪ জনকে নিয়ে তামিলনাড়ু-কর্ণাটক সীমানায় নীলগিরিতে ভেঙে পড়েছে সেনার হেলিকপ্টার। তার পর থেকেই চর্চায় চলে এসেছে  Mi-17V-5। কী এই হেলিকপ্টার বা কী এর বিশেষত্ব ? এটি Mi-8/17 হেলিকপ্টার পরিবারের অন্তর্ভুক্ত। রাশিয়ান হেলিকপ্টারের সহায়ক সংস্থা কাজান হেলিকপ্টার এর নির্মাতা।

Continues below advertisement

কেবিনের ভিতরে এবং বাইরের স্লিং-এ কার্গো পরিবহনের জন্য ডিজাইন করা Mi-17V-5 বিশ্বের সবচেয়ে উন্নত পরিবহন হেলিকপ্টারগুলির মধ্যে একটি। এটি সেনাবাহিনী, অস্ত্র পরিবহন, ফায়ার সাপোর্ট, কনভয় এসকর্ট, টহল এবং অনুসন্ধান ও উদ্ধারকাজের মতো মিশনে মোতায়েন করা যায়।

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক(The Indian Ministry of Defence ) ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত এয়ারো ইন্ডিয়া শো চলাকালীন ১২টি Mi-17V-5 হেলিকপ্টারের অর্ডার দেয়। মন্ত্রক ২০০৮ সালের ডিসেম্বরে রাশিয়ান হেলিকপ্টারের সঙ্গে ৮০টি হেলিকপ্টারের জন্য ১.৩ বিলিয়ন ডলারের চুক্তি করে।

২০১১ সালে ভারতীয় বায়ুসেনাকে (আইএএফ) ডেলিভারি দেওয়া শুরু হয়। ২০১৩ সালের শুরুতে ৩৬টি হেলিকপ্টার সরবরাহ করা হয়। Rosoboronexport ও ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক ২০১২ ও ২০১৩ সালে ৭১টি Mi-17V-5 হেলিকপ্টারের জন্য চুক্তি স্বাক্ষর করে। নতুন অর্ডারগুলি ২০০৮ সালে স্বাক্ষরিত চুক্তির অংশ।

আরও পড়ুন ; তামিলনাড়ুতে ভেঙে পড়ল সেনার হেলিকপ্টার, সওয়ার ছিলেন বিপিন রাওয়াত

Rosoboronexport জুলাই ২০১৮ সালে এমআই-১৭ভি-৫ সামরিক পরিবহন হেলিকপ্টারের শেষ ব্যাচ সরবরাহ করে ভারতে। ভারতীয় বায়ুসেনা ২০১৯ সালের এপ্রিল মাসে এমআই-১৭ভি-৫ হেলিকপ্টারগুলির জন্য একটি মেরামত ও ওভারহল সুবিধার উদ্বোধন করে।

এই হেলিকপ্টারের বৈশিষ্ট্য-

এমআই-8 এয়ারফ্রেমের উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছিল Mi-17V-5 মিডিয়াম লিফ্টার । হেলিকপ্টারটি গ্রীষ্মমণ্ডলীয় এবং সামুদ্রিক জলবায়ুর পাশাপাশি মরুভূমির পরিস্থিতিতেও উড়তে পারে। হেলিকপ্টারটির সর্বোচ্চ টেকঅফ ওজন ১৩,০০০ কেজি। এটি ভিতরে ৩৬ জন সশস্ত্র সৈন্যকে অথবা ৪,৫০০ কেজি লোড একটি স্লিং-এ পরিবহন করতে পারে।

Continues below advertisement
Sponsored Links by Taboola