নয়া দিল্লি : শেষবিদায় দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফকে(Chief of Defence Staff General Bipin Rawat)। আজ পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জেনারেল বিপিন রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হল ব্রার স্কোয়ারে। ১৭ বার তোপধ্বনিতে জেনারেল রাওয়াতকে শেষশ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে শেষকৃত্য সম্পন্ন হয়েছে তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতেরও(Madhulika Rawat )। ছিলেন দুই মেয়ে কৃতীকা ও তারিণী।


আজ সকাল ১১টা থেকে রাওয়াতের মরদেহ শায়িত ছিল তাঁর বাসভবন ৩ নম্বর কামরাজ মার্গে। সেখানে তাঁকে শেষশ্রদ্ধা জানিয়ে যান অমিত শাহ, রাহুল গাঁধী, জেপি নাড্ডা, অরবিন্দ কেজরিওয়াল, কানমোঝিরা। তৃণমূলের পক্ষে শ্রদ্ধা জানিয়ে আসেন দোলা, জহর সরকার, সুস্মিতা দেবরা। 


দুপুরে নিজের বাড়ি থেকে শুরু হয় জেনারেল রাওয়াতের শেষযাত্রা। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে তাঁকে শেষবিদায় জানান অসংখ্য সাধারণ মানুষ। শেষযাত্রায় সামিল হন ৮০০ জন সেনা। বহু মানুষকে শববাহী শকটের সঙ্গে রাস্তায় দৌড়তে দেখা যায়।


আরও পড়ুন ; 'জেনারেল রাওয়াত অমর রহে' স্লোগানে শেষযাত্রায় চিফ অফ ডিফেন্স স্টাফ


হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যু হয় CDS জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী-সহ ১৩ জনের। বুধবার রাতে ওয়েলিংটন সেনা হাসপাতালেই রাখা ছিল বিপিন রাওয়াত ও ১২ জনের মৃতদেহ। পরদিন সকালে সেখান থেকে একে একে সবার কফিন বন্দি দেহ আনা হয় মাদ্রাজ রেজিমেন্টাল সেন্টারে। সেনাবাহিনীর তরফে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। 


আরও পড়ুন ; 'বাবা ছিলেন দেশনায়ক, আমার সবচেয়ে কাছের বন্ধু', লিড্ডারের শেষকৃত্যে শোকবিহ্বল কন্যা আশনা


বৃহস্পতিবার শেষ শ্রদ্ধা জানাতে যান পৌঁছন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী M K স্টালিন। এরপর সন্ধেয় দিল্লির পালাম বিমানবন্দরে আনা হয় জেনারেল বিপিন রাওয়াত সহ বাকিদের কফনবন্দী দেহ। একে একে শ্রদ্ধা জানাতে সেখানে পৌঁছন প্রতিরক্ষামন্ত্রী, সেনাপ্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। কিছুক্ষণ পর সেখানে পৌঁছয় প্রধানমন্ত্রীর কনভয়। শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।