নয়া দিল্লি : সিবিআই ও ইডি প্রধানের মেয়াদ বাড়ানোর লক্ষ্যে দুটি অর্ডিন্য়ান্স আনল কেন্দ্র। যার জেরে উভয় সংস্থার প্রধানের মেয়াদ বেড়ে হল পাঁচ বছর। উভয় অর্ডিন্যান্সে ইতিমধ্যেই সই করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতদিন সিবিআই ও ইডি প্রধান দুই বছর করে নিজেদের পদে থাকতে পারেন। যা বাড়িয়ে পাঁচ বছর করা হল।
এতদিন পর্যন্ত উভয় সংস্থার ডিরেক্টরকে দুই বছর পর্যন্ত নিজেদের পদে থাকতে পারতেন। তার আগে তাঁদের সরানো যায় না। সরকার তাঁদের মেয়াদ বাড়াতে পারে। গত বছর নভেম্বর মাসে, কেন্দ্রীয় সরকার ইডি অধিকর্তা সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ এক বছর বাড়ায়। ২০১৮ সালে তাঁর নিয়োগনামা মডিফাই করে মেয়াদ বাড়ানো হয়। ২০২০-র নভেম্বরে মিশ্রর দুই বছরের মেয়াদ শেষ হয়ে যায়।
সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি বেঞ্চ সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ বাড়ানো সংক্রান্ত মামলায় একটি রায় ঘোষণা করে। যে বেঞ্চের নেতৃত্বে ছিলেন বিচারপতি এল এন রাও। যে রায়ে বলা হয়, বিরল ও ব্যতিক্রম ক্ষেত্রেই মেয়াদ বাড়ানো যাবে। উল্লেখ্য, ১৭ নভেম্বর সঞ্জয় কুমার মিশ্রর মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁকে পুনরায় বহাল রাখা হয় যা নিয়ে শুরু হয় সমালোচনা। এর আগে বিরোধীরা একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির অপব্যবহারের অভিযোগ তুলেছে কেন্দ্রের বিরুদ্ধে।
আরও পড়ুন ; ইডি-সিবিআই আমার কাঁচকলা করবে, লিখে রাখুন : অভিষেক
এদিকে ১৯৯৭ সালের আগে সিবিআই অধিকর্তার মেয়াদ নির্ধারিত ছিল না। যে কোনও সময় সরকার তাঁদের সরিয়ে দিতে পারত। যদিও বিনীত নারাইনে বিচারের ভিত্তিতে সুপ্রিম কোর্ট ন্যূনতম দুই বছর পর্যন্ত সিবিআই অধিকর্তার মেয়াদ নির্ধারণের কথা বলে। যাতে করে অফিসারদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়া যায়।
আরও পড়ুন ; 'মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি' রাহুল সিনহার মন্তব্যে বিতর্ক