কলকাতা : খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর দলের নেতারা বারবার গেরুয়া শিবিরের বিরুদ্ধে অভিযোগ করেন, কার্যত সেটাই স্বীকার বিজেপি নেতার। শুক্রবার বিজেপি নেতা রাহুল সিনহার মন্তব্যে তৈরি হয়েছে তীব্র বিতর্ক। এদিন সল্টলেকের ইজেডসিসিতে বিজেপির নতুন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সংবর্ধনা সভা ছিল, সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল সিনহা বলেছেন, 'ক্ষমতায় আসার পর তৃণমূল ভেবেছিল, যা ইচ্ছে তাই করবে। কিন্তু লড়াই করে মমতার নাকের গোড়ায় সিবিআইকে লাগিয়ে দিয়েছে বিজেপি। কিছুই করতে পারছেন না মমতা।' আর তাঁর যে মন্তব্যের পরই তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।


তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা মন্ত্রীকে একাধিবার সিবিআই, ইডি-র মতো সংস্থা বিভিন্ন ইস্যুতে তদন্তের জন্য ডেকে পাঠিয়েছে এর মাঝে। আপাতত তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরাকে ইডি-র বারবার তলব করছে কয়লাকাণ্ডে। তবে যতবারই রাজ্যের শাসকদলের কোনও নেতা-মন্ত্রীকে ডাক দিয়েছে কোনও কেন্দ্রীয় সংস্থা ততবারই বর্তমান বিজেপি-র কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের পক্ষ থেকে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে বলেও সুর চড়িয়েছেন তিনি। যে সুরে সুর মিলিয়েছেন তৃণমূলের একাধিক নেতা-মন্ত্রীও। রাজ্য বিজেপির পক্ষ থেকে অবশ্য প্রত্যেকবার সিবিআই-র প্রতি আস্থা দেখিয়ে তৃণমূলের সদস্যদের প্রতিই পাল্টা আঙুল তোলা হয়েছে।



এদিন রাহুল সিনহার মন্তব্যে যদিও তৈরি হয়েছে তীব্র প্রতিক্রিয়া। সরকারিভাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখনও পর্যন্ত কিছু না জানানো হলেও শাসকদলের পক্ষ থেকে যে তাঁদের অভিযোগকেই গেরুয়া শিবিরের নেতা মান্যতা দিলেন, সেই বক্তব্য সামনে রাখা হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। এদিকে গেরুয়া শিবিরের পক্ষ থেকে রাহুল সিনহার মন্তব্য নিয়ে আর কিছু প্রতিক্রিয়া জানানো হয়নি।


আরও পড়ুন- 'যেখানে ডাকবে যাব, তদন্তে সব সাহায্য করব' CBI-কে সহযোগিতার আশ্বাস মদন মিত্রের


আরও পড়ুন- আইকোর চিটফান্ড মামলায় মানস ভুঁইয়াকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের


আরও পড়ুন: আইকোর মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে শিল্পসদনে CBI