নয়াদিল্লি: ভারতের নতুন সিডিএস (CDS) অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানকে (Anil Chauhan)- দিল্লি পুলিশের মাধ্যমে Z ক্যাটাগরির নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার।


কেন্দ্রীয় স্বরাষ্ট্রদফতরের তরফে, একটি নির্দেশিকা দিয়ে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সম্প্রতি সিডিএস-এর দায়িত্বভার নিয়েছেন অনিল চৌহান। এর আগে ভারতের প্রথম সিডিএস ছিলেন বিপিন রাওয়াত। তিনি কপ্টার দুর্ঘটনায় মারা যান। গত ডিসেম্বরে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত হন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। কপ্টারে থাকা বাকি ১২ জনেরও মৃত্যু হয় বলে জানায় ভারতীয় বায়ুসেনা। তামিলনাড়ুর কুন্নুরে জেনারেল বিপিন রাওয়াতের কপ্টার দুর্ঘটনার কবলে পড়ে। হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াতের স্ত্রী-ও। তার প্রায় ৯ মাস পরে এই পদে দায়িত্বে এলেন অনিল চৌহান। তিনি ভারতের দ্বিতীয় সিডিএস। 


কড়া নিরাপত্তা:
সূত্রের খবর, প্রায় জনা তিরিশেক দিল্লি পুলিশের (Delhi Police) কর্মী সর্বক্ষণ নিরাপত্তা দেবেন সিডিএস অনিল চৌহানকে। বাড়িতে থাকার সময় এবং যাতায়াতের সময়েও এই নিরাপত্তা বলয় থাকবে। 


 






একাধিক দায়িত্ব:
সিডিএস অনিল চৌহান তিন বাহিনীর ক্ষেত্রেই প্রতিরক্ষা মন্ত্রীর প্রধান সামরিক উপদেষ্টা। পাশাপাশি সচিব হিসাবে সামরিক বিষয়ক বিভাগের প্রধান।  চিফস অফ স্টাফ কমিটির (সিওএসসি) স্থায়ী চেয়ারম্যানও তিনি। 


৪০ বছরের কর্মজীবনে  লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান বেশ কয়েকটি কমান্ড, স্টাফ এবং ইন্সট্রুমেন্টাল অ্যাপয়েন্টমেন্ট করেছেন এবং জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে একাধিক ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জনও করেছেন। ১৯৬১ সালের ১৮ মে জন্মেছিলেন অনিল চৌহান ৷ ১৯৮১ সালে ইলেভেন গোর্খা রাইফেল দিয়ে তাঁর কর্মজীবন শুরু করেন ৷ ৪০ বছর ধরে সেনাবাহিনীর বিভিন্ন পদে কাজ করেছেন ৷ জম্মু ও কাশ্মীর এবং উত্তর-পূর্ব ভারতে সন্ত্রাসবাদীদের দমনের অভিজ্ঞতা রয়েছে তাঁর ৷ ২০১৯ সালে তাঁকে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডিং-ইন-চিফ হিসেবে নিয়োগ করা হয় ৷ ২০২১  সালে অবসর নেওয়ার আগে পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করেছেন ৷                         


আরও পড়ুন: ভারতীয় বায়ুসেনাবাহিনীতে যুক্ত হল দেশীয় পদ্ধতিতে তৈরি প্রথম লাইট কমব্যাট হেলিকপ্টার 'প্রচণ্ড'