নয়াদিল্লি: বছরের শেষে বেতন বৃদ্ধ, ইনসেনটিভের সুবিধা মেলে প্রায় সব সংস্থাতেই। কিন্তু কর্মীদের জন্য এ বার লোভনীয় সুযোগ নিয়ে এল অনলাইন ব্রোকারেজ সংস্থা Zerodha। কর্মীদের ওজন ঝরানোর লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে তারা। লক্ষ্যপূরণে সফল হলে বিজয়ী কর্মীকে ১০ লক্ষ টাওয়া অতিরিক্ত দেওয়া হবে বলে জানিয়েছে তারা।
সংস্থার চিফ এগজিকিউটিভ অফিসার নিতিন কামাত জানিয়েছেন, কর্মীদের স্বাস্থ্য় নিয়ে উদ্বেগ থেকেই এমন সিদ্ধান্ত। যে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে, তাতে দিনে ৩৫০ ক্যালরি ঝেড়ে ফেলার কথা বলা হয়েছে। সংস্থার তরফে ফিটনেস ট্র্যাকারও দেওয়া হয়েছে কর্মীদের। তাতে কত ক্যালরি ঝরছে, তার হিসেব নথিভুক্ত হবে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লিঙ্কডইনে নিতিন লেখে, ‘আগামী এক বছরে যাঁরা এই লক্ষ্যপূরণ করতে পারবেন, তাঁদের বোনাস হিসেবে একমাসের বেতন দেওয়া হবে। সকলের কাছে অনুপ্রেরণা হয়ে ওঠার জন্য অতিরিক্ত ১০ লক্ষ টাকা দেওয়া হবে একজন ভাগ্যবান কর্মীকে’। কর্মক্ষেত্রে শারীরিক ভাবে কর্মীদের সক্রিয় রাখতেই এমন উদ্যোগ বলে জানিয়েছেন তিনি।
নিতিনের মতে, করোনা কালে ওয়র্ক ফ্রম হোমে অভ্যস্ত হয়ে ওঠায় জীবনযাপনে অনেক পরিবর্তন এসেছে। অলসতা গ্রাস করেছে সকলকে। সকলকে চনমনে করে তোলাই লক্ষ্য তাঁর সংস্থার। করোনা কালে তাঁর নিজেরও ওজন বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন নিতিন। কিন্তু শরীরচর্চা এবং সঠিক ডায়েট তাঁকে মেদ ঝরাতে সাহায্য করেছে। তাই বাকিদেরও উৎসাহিত করতে চান তিনি।
এর আগে, চলতি বছরের এপ্রিল মাসেও এমন উদ্যোগ চোখে পড়েছিল Zerodha-র তরফে। ওজন কমানোর ক্ষেত্রে বাড়তি ইনসেনটিভ মিলবে বলে জানায় ওই সংস্থা। শরীরে পেশীর গঠন নিরীক্ষা করে অর্ধেক মাসের বেতন অতিরিক্ত বোনাস হিসেবে বাড়তি দেওয়া হয় সেই সময়। নেটমাধ্যমে সংস্থার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে।