চণ্ডীগড়:

  চণ্ডীগড়ে পুরসভা ভোটে ধাক্কা বিজেপির। গতবার এই পুরসভা ভোটে বিজেপি ব্যাপক সাফল্য পেয়েছিল। পঞ্জাব বিধানসভা নির্বাচনের এই পুরভোটে লড়াই করে দুরন্ত সাফল্য অরবিন্দ কেজরীবালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (আপ)।  ভোটের ফল সামনে আসার পর দেখা যায় হেরে গিয়েছেন বিজেপির মেয়র। সেইসঙ্গে প্রাক্তন ডেপুটি মেয়রেরও হার হয়েছে। চণ্ডীগড় পুরসভায় ভোট হয় ৩৫টি ওয়ার্ডে। ফলাফল অনুযায়ী, এখনও পর্যন্ত ১৪ ওয়ার্ডে জয়ী হয়েছে আপ।১২ ওয়ার্ডে জিতেছে বিজেপি। ৮ ওয়ার্ডে জয় কংগ্রেসের। শিরোমণি অকালি দল জিতেছে ১ টি ওয়ার্ডে।


এদিন সকাল ৯ টায় ভোট গণনা শুরু হয়। শুরু থেকেই আম আদমি পার্টি এগিয়ে থাকে। আপ এই প্রথবার চণ্ডীগড় নগর নিগম নির্বাচনে লড়াই করল। ২০১৭-তে এই পুরসভার নির্বাচনে বিজেপি ২০,তাদের তৎকালীন শরিক শিরোমণি অকালি দল ১ আসনে জিতেছিল। কংগ্রেস জিতেছিল ৫ আসনে। এবার গতবারের তুলনায় কংগ্রেসের আসন বেড়েছে। এবার মোট ৩৫ আসনের জন্য ভোটগ্রহণ করা হয়।


চণ্ডীগড় পুরসভার নির্বাচনের ফলাফলে সন্তোষ ব্যক্ত করেছেন আপ নেতা তথা দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীষ সিসোদিয়া। তিনি বলেছেন, আমরা প্রথমবার চণ্ডীগড়ে লড়াই করলাম। ভোটে যে ফল হয়েছে, তাকে স্বাগত জানাচ্ছি। এ জন্য সেখানকার ভোটার ও দলের কর্মী-সমর্থক ও নেতাদের ধন্যবাদ জানাচ্ছি।


এবার চণ্ডীগড় পুরসভা নির্বাচনে ৬০ শতাংশ ভোট পড়েছিল। এবার মতাধিকার প্রয়োগ করেছিলেন মোট ৬ লক্ষ ৩৩ হাজার ৪৭৫ জন ভোটার। গত নির্বাচনের তুলনায় ভোটের হার বেশি ছিল। এর আগের নির্বাচনে ৫৯.৫ শতাংশ ভোট পড়েছিল। ওই বার চণ্ডীগড়ে ২৬ ওয়ার্ড ছিল। এবার ওয়ার্ড সংখ্যা বেড়ে ২৬ থেকে হয়েছে ৩৫।


চণ্ডীগড় পুরসভার ফলাফলে স্বাভাবিকভাবেই উজ্জীবিত আপ নেতা তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি বলেছেন, এই ভোটের ফলাফল পঞ্জাবের ভোটে পরিবর্তনের ইঙ্গিত। আগামী বছর পঞ্জাবে একটি নতুন সরকার ক্ষমতায় আসবে।