নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো নিয়ে চলছিল সংঘাত। তার মধ্যেই জন্মবার্ষিকীর আগে ইন্ডিয়া গেটে (India Gate) নেতাজি সুভাষচন্দ্রবসুর (Netaji Subhas Chandra Bose) মূর্তি বসানোর ঘোষণা করে চমক দিয়েছে কেন্দ্র (Netaji Statue at India Gate)। সেই নিয়ে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে এ বার গোটা বিতর্কে মুখ খুললেন বসু পরিবারের সদস্য চন্দ্রকুমার বসু (Chandra Kumar Bose)। মূর্তি বসানোর সিদ্ধান্ত কে স্বাগত জানালেও, তাঁর সাফ যুক্তি,  দেশের সব সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়ে চলাতেই নেতাজিকে প্রকৃত অর্থে সম্মান জানানো।


রবিবার নেতাজির ১২৫তম জন্মবার্ষিকী (Netaji Birthday)। তার আগে শুক্রবার ইন্ডিয়া গেটে তাঁর পূর্ণাবয়ব মূর্তি বসানোর ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে সমালোচনার মধ্যে সংবাদ সংস্থা এএনআই-এর সামনে মুখ খোলেন চন্দ্রকুমার। তিনি বলেন, ‘‘ইন্ডিয়া গেটে নেতাজির মূর্তি বসানোর উদ্যোগকে স্বাগত জানাই। কিন্তু সত্যিই যদি ওঁকে সম্মান জানাতে চান, তাহলে ওঁর সব সম্প্রদায়ের মধ্যে সমন্বয়ের আদর্শকে কার্যকর করুন।’’



২০১৯ সালের লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতায় বিজেপি প্রার্থী হন চন্দ্রকুমার। তবে নেতাজিকে নিয়ে এর আগেও নরেন্দ্র মোদি সরকারের সমালোচনা করতে দেখা গিয়েছে তাঁকে। সংশোধিত নাগরিকত্ব আইন, জাতীয় নাগরিক পঞ্জি নিয়েও কেন্দ্রের তীব্র সমালোচনা করেছিলেন চন্দ্রকুমার। দু’টি আইনই মুসলিম বিদ্বেষী  এবং নেতাজির  আদর্শের পরিপন্থী বলে সেইসময় দাবি করেন তিনি। তার জন্য ২০২০ সালে বিজেপি-র রাজ্য কমিটি থেকে তাঁকে বাদ পড়তে হয় বলেও অভিযোগ করেছিলেন। এ বার ফের কেন্দ্রকে নিয়ে নিজের অবস্থান বুঝিয়ে দিলেন চন্দ্রকুমার।



আরও পড়ুন: Amar Jawan Jyoti: নিভল অমর জওয়ান জ্যোতি, মিলিয়ে দেওয়া হল ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখায়


তবে শুধু মোদি সরকারই নয়, নেতাজিকে নিয়ে বরাবরই যাবতীয় ‘দেখনদারি’র বিরোধিতা করে এসেছেন চন্দ্রকুমার।সম্প্রতি প্রজাতন্ত্র দিবসে নেতাজিকে নিয়ে তৈরি বংলার ট্যাবলো (Netaji Tableau) নামানোর প্রস্তাব খারিজ করে দেয় কেন্দ্রীয় সরকার। সেই নিয়ে দু’তরফে চরম সংঘাত দেখা দেয়। সেই সময় চন্দ্রকুমার টুইটারে লেখেন, ‘মূর্তি গড়ে, মিউজিয়াম গড়ে বা ট্যাবলো নামিয়ে নেতাজির মতো ব্যক্তিকে সম্মান জানানো সম্ভব নয়। সব সম্প্রদায়ের মানুষকে একজোট করে, যে ঐক্যবদ্ধ ভারত গড়ার স্বপ্ন দেখেছিলেন তিনি, তা কার্যকর করলে, তবেই তাঁকে সম্মান জানানো সম্ভব।’