Lt Col Harjinder Singh : লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ-র শেষকৃত্য মেয়ের, শেষশ্রদ্ধা ৩ বাহিনীর প্রধানের

Lt Col Harjinder Singh cremated in Delhi : মরদেহে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী তথা মেজর(অবসরপ্রাপ্ত) অগ্নেশ পি মানিজিস ও কন্যা। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ

Continues below advertisement

নয়া দিল্লি : চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিংহ-র শেষকৃত্য সম্পন্ন হল পূর্ণ মর্যাদায়। আজ দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কোয়্যারে তাঁর শেষকৃত্য করেন মেয়ে প্রীত কৌর। 

Continues below advertisement

এর আগে তাঁর মরদেহে শেষ শ্রদ্ধা জানান লেফটেন্যান্ট কর্নেলের স্ত্রী তথা মেজর(অবসরপ্রাপ্ত) অগ্নেশ পি মানিজিস ও মেয়ে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ । তিনি লেফটেন্যান্ট কর্নেলের পরিবারকে সমবেদনা জানান। ভারতীয় সেনাপ্রধান জেনারেল এমএম নারাভানে, ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল বিবেক রাম চৌধুরী, ভারতীয় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার এবং অন্যান্য সামরিক কর্মকর্তারা লেফটেন্যান্ট কর্নেল হারজিন্দর সিংকে শ্রদ্ধা জানান।

৮ ডিসেম্বর তামিলনাড়ুর কুন্নুরে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত-সহ ১৩ জনের মৃত্যু হয়। এই দুর্ঘটনায় চিফ অফ ডিফেন্স স্টাফ ছাড়াও প্রাণ হারান তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নেল হরজিন্দর সিং, নায়েক গুরসেবক সিংহ, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্সনায়েক বিবেক কুমার, ল্যান্সনায়েক বি সাই তেজা, হাবিলদার সৎপাল রাই।

হেলিকপ্টারটি চালাচ্ছিলেন উইং কমান্ডার পৃথ্বী সিংহ চৌহান। তাঁরও মৃত্যু হয়েছে। গুরুতর জখম গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ। তিনি গুরুতর জখম অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি। তাঁকে প্রথমে ওয়েলিংটনের সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছে বেঙ্গালুরুর কম্যান্ড হাসপাতালে।

এদিকে কপ্টার দুর্ঘটনার চারদিন পর রাজ্যে এসে পৌঁছায় প্রয়াত চিফ অফ ডিফেন্স স্টাফের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী সতপাল রাইয়ের কফিনবন্দি দেহ। পূর্ণ সামরিক মর্যাদায় হবে শেষকৃত্য। গতকাল দার্জিলিঙের তাকদার বাসিন্দা মৃত সেনাকর্মীর পরিবার দাবি করে, দেহ শনাক্তকরণে সমস্যা হচ্ছে বলে জানানো হয়েছে। দেহ না ফেরায় শেষকৃত্যের দিন স্থির ও পারিবারিক প্রথা পালন করা যাচ্ছিল না। তাই কেন্দ্র ও রাজ্যের কাছে দ্রুত দেহ ফেরানোর আবেদন জানায় মৃত সেনাকর্মীর পরিবার। অবশেষে আজ দেহ এসে পৌঁছায়।

Continues below advertisement
Sponsored Links by Taboola