Omicron Variant: দেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশে এখনও পর্যন্ত করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। ইতালি থেকে চণ্ডীগড়ে পৌঁছনো ২০ বছরের এক যুবকের শরীরে করোনার এই নয়া ভ্যারিয়েন্টের হদিশ মিলেছে। জানা গেছে, গত ২২ নভেম্বর ওই তরুণ ভারতে আসেন। পরীক্ষায় তাঁর দেহে কোভিড ১৯ সংক্রমণ ধরা পড়েছিল।তিনি এক আত্মীয়র বাড়িতে এসেছিলেন। এছাড়াও অন্ধ্রপ্রদেশেও এক ব্যক্তির শরীরে ওমিক্রন সংক্রমণ ধরা পড়েছে। জানা গেছে, ওই ব্যক্তি আয়ারল্যান্ড থেকে ভারতে এসেছিলেন।


চণ্ডীগড় ও অন্ধ্রে ওমিক্রন আক্রান্তের সন্ধান পাওয়ার পর দেশে করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। চণ্ডীগড়ে যে তরুণ ওমিক্রন আক্রান্ত হয়েছেন, তিনি ফাইজার ভ্যাকসিনের দুটি ডোজই নিয়েছিলেন বলে জানা গেছে। চণ্ডীগড়ের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই তরুণকে করোনা রিপোর্ট পজিটিভ আসার পর জিনোম সিকোয়েন্সিং করা হয়। রিপোর্টে ওমিক্রন পজিটিভ আসে।


বিশাখাপত্তনমেও ওমিক্রন আক্রান্ত আয়ারল্যান্ডের নাগরিকের হদিশ পাওয়া গিয়েছে। জানা গেছে, আয়ারল্যান্ড থেকে প্রথমে মুম্বই আসেন ওই ব্যক্তি। মুম্বইয়ে আরটিপিসিআর পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ আসে। ‘পরে বিশাখাপত্তনমে ফের পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। অন্ধ্রপ্রদেশের স্বাস্থ্য দফতরের তরফে এ কথা জানিয়ে বলা হয়েছে, যদিও আক্রান্ত ব্যক্তির কোনও উপসর্গ নেই।


সবমিলিয়ে চণ্ডীগড়, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, রাজস্থান, কর্ণাটক ও দিল্লিতে সব মিলিয়ে এখনও পর্যন্ত ৩৫ জনের শরীরে ওমিক্রন সংক্রমণের হদিশ পাওয়া গিয়েছে। মহারাষ্ট্র সবচেয়ে বেশি ১৭ জন ওমিক্রন আক্রান্ত। রাজস্থানে ওমিক্রন আক্রান্তর সংখ্যা ৯। গুজরাত করোনার নয়া এই ভ্যারিয়েন্টে আক্রান্তর সংখ্যা ৩। রাজধানী দিল্লিতে এখনও পর্যন্ত ২ ওমিক্রন কেস পাওয়া গিয়েছে। কর্ণাটকে দুটি কেসের সন্ধান পাওযা গিয়েছিল। এ দিকে, শেষ পাওয়া খবর পর্যন্ত কর্ণাটকে আরও একজন ওমিক্রন আক্রান্তের হদিশ মিলেছে। ফলে রাজ্যে ওমিক্রন আক্রান্তর সংখ্যা বেড়ে হয়েছে তিন। দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৬।