নয়াদিল্লি:  গোয়াকে ঘিরে চিড় ধরেছে বিরোধী ঐক্যে। তা নিয়ে এ বার মুখ খুললেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা পি চিদম্বরম (P Chidambaram)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) তৃণমূল (TMC) এবং অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) আম আদমি পার্টি  (AAP), দুই দলকেরই তীব্র সমালোচনা করেচেন তিনি। তাঁর অভিযোগ, বিজেপি-র (BJP) বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বদলে, বিজেপি বিরোধী ভোটেই ভাঙন ধরাচ্ছে তৃণমূল এবং আপ।  


রবিবার সংবাদমাধ্যমে গোয়ার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মুখ খোলেন চিদম্বরম। তিনি বলেন, “কোন দলের কী অভিসন্ধি, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না আমি। তবে ২০২২ সালে বিজেপি এবং কংগ্রেসের (Congress) মধ্যে দ্বিমুখী লড়াই হলে, কংগ্রেসের জয় আটকানো যাবে না।”


২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি বিরোধী জোট গড়ায় জোর দিলেও, গোয়ায় যে ভাবে বিরোধী শিবিরেই খেয়োখেয়ি চলছে, তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন চিদম্বরম। তাঁর কথায়, “তৃণমূল এবং আপ বিজোপি বিরোধী ভোটে ভাঙন ধরাচ্ছে। এতে বিজেপি লাভবান হবে কি না, এখনই তা বলতে পারছি না।”


আরও পড়ুন: 2004 Indian Ocean tsunami: ভারত মহাসাগরের ভয়াবহ সুনামির ১৭ বছর, আজও স্পষ্ট ক্ষত


বিধানসভা নির্বাচনের আগে গোয়ায় (Goa Assembly Election 2022) কংগ্রেসের পর্যবেক্ষক নিযুক্ত হয়েছেন চিদম্বরম। তবে ভোটের প্রস্তুতি শুরু হয়ে গেলেও, কোনও দলই এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর নাম ঘোষণা করেনি। তাঁদের কী পরিকল্পনা জানতে চাইলে চিদম্বরম বলেন, ভোটের আগে কে মুখ্যমন্ত্রী হবেন, তা ঘোষণা করে দেওয়া উচিত কি না, সদস্যদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নিতে হবে।


উল্লেখ্য, আসন্ন গোয়া বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সেখানে ভোটযুদ্ধে নেমেছে তৃণমূল এবং আপ। কংগ্রেস এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (NCP) থেকে নেতা ভাহিয়ে দলভারি করার অভিযেগ উঠেছে তাদের বিরুদ্ধে। ইতিমধ্যে গোয়াবাসীর জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্পও ঘোষণা করে দিয়েছে তৃণমূল। কিন্তু তা নিয়ে বিরোধী শিবিরের বাকি দলগুলির বিরাগভাজন হয়ে উঠেছে তারা। কেজরিওয়াল সাফ জানিয়েছেন, গোয়ায় তৃণমূলের জেতার কোনও সম্ভাবনাই নেই।