নয়াদিল্লি: 'দেশের অন্নদাতারা ঔদ্ধত্যের সামনে সত্যাগ্রহ শুরু করেছিলেন। অবিচারের বিরুদ্ধে এই জয়ের জন্য অভিনন্দন'। ট্যুইট করে জানালেন রাহুল গাঁধী (Rahul Gandhi)। 


 






তিন আইন (Farmer law) প্রত্যাহারের কথা ঘোষণা করা মাত্রাই ট্যুইট ঝড় উঠেছে। প্রধানমন্ত্রীকে (PM Narendra Modi) কটাক্ষ করে চিদাম্বরম (P. Chidambaram) লিখেছেন গণতান্ত্রিক প্রতিবাদ গড়ে তুলে যা অর্জন করা যায় না, আসন্ন নির্বাচনের ভয়ে তা অর্জন হয়। ট্যুইটে লিখেছেন চিদাম্বরম। এ দিন ঘোষণা মাত্রই ট্যুইটে চিদাম্বরম লেখেন, কৃষকদের দীর্ঘ আন্দোলন এই আইন প্রত্যাহারের কারণ নয়। বরং আসন্ন নির্বাচনের কারণে এই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।