নয়াদিল্লি: ইচ্ছে অনুযায়ী প্রিয়জনকে টাকা পাঠাতে পারবেন সহজেই। সম্প্রতি ব্যাঙ্কের এই বিশেষ উদ্যোগের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করেছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)।  জেনে নিন কীভাবে স্টেট ব্যাঙ্কের পরিষেবা নিয়ে উপকৃত হতে পারবেন আপনি।


SBI-এর FXOUT প্ল্যাটফর্ম
SBI তার অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছে, ব্যাঙ্কের FXout প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রাহকরা আরও সহজে দ্রুত বিদেশে টাকা পাঠাতে পারবেন। এর মাধ্যমে প্রায় ৯১টি মুদ্রায় খুবই সহজে টাকা পাঠানো যায়।



SBI-এর সব শাখা থেকে টাকা পাঠানো যাবে :  আপনি SBI এর সব শাখা থেকে US ডলার, অস্ট্রেলিয়ান ডলার, সিঙ্গাপুর ডলার, কানাডিয়ান ডলার, ইউরো ও পাউন্ড ছাড়াও ৯১টি মুদ্রায় অর্থ পাঠাতে পারবেন। রিটেইল ইন্টারনেট ইউজাররাও  www.onlinesbi.com এর মাধ্যমে এই পরিষেবা ব্যবহার করতে পারবেন। 


SBI Update: এক মুহূর্তে পাঠাতে পারবেন কত টাকা ?  
এই পদ্ধতিতে আপনি সহজেই মুহূর্তের মধ্যে ২৫ হাজার মার্কিন ডলার বা ১৮ লক্ষ টাকা পর্যন্ত পাঠাতে পারবেন। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় এই সুবিধাটি ২১৪টি দেশে নেওয়া যাবে। ২৪X৭ এই পরিষেবা পাবেন ব্যাঙ্কের গ্রাহকরা।


SBI Customer Alert: এই প্রয়োজনীয় জিনিস জানতেই হবে
Fxout প্ল্যাটফর্মের মাধ্যমে SBI-এর  এই সুবিধা নিতে ব্যাঙ্কে অবশ্যই গ্রাহকের KYC থাকা প্রয়োজন৷
গ্রাহকর চাইলে ব্যাঙ্কের শাখায় গিয়েও সুবিধাভোগী সম্পর্কে যেকোনও তথ্য পেতে পারেন।
এই সম্পর্কে আরও জানতে আপনি fxout.gmuk@sbi.co.in-এ মেইল ​​করে তথ্য পেতে পারেন।


অনেক ক্ষেত্রে চটজলদি টাকা পাঠানোর প্রয়োজন হলেও নানা ঝক্কি পোহাতে হয় গ্রাহকদের। কাস্টমারদের সেই সমস্যা কমাতেই এবার বিদেশে টাকা পাঠানোর নতুন উদ্যোগ নিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। নিজেদের এই উদ্যোগের বিষয়ে জানাতে অফিশিযাল ট্যুইটার হ্যান্ডেলকেই ব্যবহার করেছে ব্যাঙ্ক।


আরও পড়ুন : SBI two-wheeler loans: ২৫৬ টাকার EMI-তে দু'চাকার লোন, দারুণ অফার দিচ্ছে SBI


আরও পড়ুন : SBI Update: ব্যাঙ্কে জমা টাকার থেকে বেশি তুলতে পারবেন, বিশেষ সুবিধা দিচ্ছে SBI