নয়াদিল্লি: গুজরাত এবং হিমাচলে নির্বাচন প্রায় দোরগোড়ায়। তার আগে থেকেই ভারতজুড়ে পদযাত্রা চলছে কংগ্রেসের। নেতৃত্বে রাহুল গাঁধী। রাহুলের নেতৃত্বে চলছে ভারত জোড়ো যাত্রা। এবার সেই পদযাত্রায় দেখা গেল বলিউডের অতি পরিচিত মুখ পূজা ভট্টকে। বুধবার ভারত জোড়ো যাত্রায় অভিনেত্রী এবং চিত্র পরিচালক পূজা ভট্টকে হাঁটতে দেখা গেল রাহুল গাঁধীর পাশে।
এই প্রথম বলিউডের মুখ:
মাসখানেকেরও বেশি সময় ধরে চলছে ভারত জোড়ো যাত্রা। এই প্রথম কংগ্রেসের এই কর্মসূচিতে দেখা গেল বলিউডের প্রথম সারির কোনও পরিচিত মুখকে। রাহুল গাঁধীর পাশেই হাঁটলেন তিনি। একাধিক সামাজিক বিষয়েই সরব হতে দেখা যায় পূজা ভট্টকে। সোশ্যাল মিডিয়াতেও নানা বিষয়ে মন্তব্য করে থাকেন তিনি। এবার তাঁকে দেখা গেল কংগ্রেসের এই ভারতজোড়া কর্মসূচিতে। বর্ষীয়ান চিত্র পরিচালক মহেশ ভট্টের মেয়ে পূজা ভট্ট। ১৯৮৯ সালে 'ড্যাডি' সিনেমায় তাঁর ডেবিউ। তারপরে একাধিক সিনেমায় তাঁর উজ্জ্বল উপস্থিতি রয়েছে। 'দিল হ্যায় কি মানতা নহি', 'সড়ক', 'স্যর', 'জখম'-সহ একাধিক দুরন্ত সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে। চিত্র পরিচালক হিসেবেও উপহার দিয়েছেন একাধিক সিনেমা।
বুধবার, হায়দরাবাদের বালানগর মেইন রোড থেকে শুরু হয় কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। এদিন দিন ৫৬ তম দিন। গত ৭ সেপ্টেম্বর তামিলনাড়ু কন্যকুমারী থেকে শুরু হয়েছে ভারত জোড়ো যাত্রা। এর মধ্যেই তামিলনাড়ু, কেরল, কর্নাটকে ঘুরেছে ভারত জোড়ো যাত্রা। তারপরে অন্ধ্রপ্রদেশও পরিক্রম করেছেন ভারত জোড়ো যাত্রা। এবার তেলঙ্গানাতে রয়েছে কংগ্রেসের এই দীর্ঘ কর্মসূচি। গোটা কর্মসূচি ঠিক মতো করার জন্য তেলঙ্গানা প্রদেশ কংগ্রেস ১০টি বিশেষ কমিটিও তৈরি করেছে।
কদিন আগেই অবশ্য রাহুলকে যাত্রা ছেড়ে গুজরাত ও হিমাচলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন গোয়ার বর্ষীয়ান এক কংগ্রেস নেতা ফ্রান্সিসকো সার্দিনহা। তিনি বলেছিলেন, 'কংগ্রেসের জন্য ভারত জোড়ো যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল স্তরে দলকে শক্তিশালী করতে চাই আমরা। রাহুল গাঁধী অসাধারণ কাজ করছেন। কিন্তু এখন আমি চাই উনি এখুনি এটা বন্ধ করুন এবং হিমাচল প্রদেশ ও গুজরাতে যান যেখানে নির্বাচন রয়েছে।' পানাজিতে এইসিসি সভাপতি নির্বাচনের সময় এই কথা বলেন ফ্রান্সিসকো।'
আরও পড়ুন: জন্মদিনের আগেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অনুরাগীদের তৈরি 'বাদশাহী' উপহার