নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিপর্যয়ের পর কংগ্রেসের অন্দরে বিবাদ আরও চরমে উঠেছে। জি-২৩ গোষ্ঠী বলে পরিচিত বিক্ষুব্ধ নেতারা তাঁদের বক্তব্যের ঝাঁঝ আরও বাড়িয়ে দিয়েছেন। এই পরিস্থিতিতে বিক্ষুব্ধ নেতাদের ক্ষোভ প্রশমনে এগিয়ে আসতে হয়েছে কংগ্রেসের নেতৃত্বকে। সূত্রের খবর, বৃহস্পতিবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন জি-২৩ গোষ্ঠীভূক্ত নেতা ভূপিন্দর সিংহ হুডা। উল্লেখ্য, গাঁধী পরিবারের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ভূপিন্দর সিংহ হুডার ছেলে সাংসদ দীপেন্দ্র হুডা। ভূপিন্দর যাতে রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন, সে বিষয়ে তাঁকে রাজি করানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তাঁর ছেলে দীপেন্দ্র সিংহ হুডাকে। এরপর ভূপিন্দর রাহুল গাঁধীর সঙ্গে দেখা করেন।
সূত্রের খবর, হুডা ছাড়াও অন্য এক শীর্ষ নেতাও মধ্য়স্থতাকারীর ভূমিকা পালন করছেন। সূত্রের খবর, রাহুল গাঁধী ও কংগ্রেস নেতৃত্বর পক্ষ থেকে ভূপিন্দরের মাধ্যমে সমঝোতার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। এই প্রস্তাবে বলা হয়েছে যে, জি ২৩ ভূক্ত নেতাদের দলের নির্বাচন কমিটি ও সাংগঠনিক পরিবর্তন সংক্রান্ত কমিটিগুলিতে জায়গা করে দেওয়া হবে। এর পাশাপাশি বলা হয়েছে, বিক্ষুব্ধ নেতারা যাতে গাঁধী পরিবারের বিরুদ্ধে বিবৃতি দেওয়া থেকে বিরত থাকেন।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে গুলাম নবি আজাদের বাড়িতে কপিল সিব্বল ও ভূপিন্দর সিংহর মধ্যে ওই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনগুলিতে রাহুল গাঁধী ও কংগ্রেস নেতৃত্বের এই প্রস্তাব নিয়ে জি-২৩ ভূক্ত নেতাদের আরও বৈঠক হতে পারে।
সূত্রের আরও খবর, এই প্রস্তাবগুলি নিয়ে সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীও জি ২৩ ভূক্ত নেতাদের সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করতে পারেন। যদিও সনিয়া গাঁধীর সঙ্গে গুলাম নবি আজাদের বৈঠকের সময় নিয়ে এখনও কিছু ঠিক হয়নি।
উল্লেখ্য, বিক্ষুব্ধ নেতারা কংগ্রেসের নেতৃত্বের ইস্যু নিয়ে বেশ কিছুদিন ধরেই সরব। পাঁচ রাজ্যের ভোটে দলের বিপর্যয়ের পর তাঁর সুর আরও চড়িয়েছেন। গতকালই তাঁরা সবাইকে সামিল করা ও যৌথ নেতৃত্বের কথা বলেছিলেন।