নয়া দিল্লি : মনোনয়ন জমা দেওয়ার জন্য হাতে মাত্র আর দুই দিন। রাজস্থান সঙ্কটকে কেন্দ্র করে কোনও ফর্ম জমাও পড়েনি। এই আবহেই এবার কংগ্রেস সভাপতি নির্বাচনে (Congress President Election) নয়া মোড়। নির্বাচনে লড়তে চান দিগ্বিজয় সিং (Digvijaya Singh)। "দিল্লি যাওয়ার কোনও পরিকল্পনা ছিল না, কিন্তু এই নির্বাচনটার জন্য আমি দিল্লি যাচ্ছি", বলে গতকালই জানান দলের অন্যতম বর্ষীয়ান এই নেতা ।


দিগ্বিজয়ের ঘোষণায় চমক-


কংগ্রেসের পরবর্তী সভাপতি পদে লড়ার জন্য আজই মনোনয়ন জমা দিতে পারেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী । যদিও এব্যাপারে তিনি গাঁধী পরিবারের সঙ্গে কোনও কথা বলেননি বলে জানিয়েছেন। কিন্তু, তিনি এই নির্বাচনে লড়তে চান। বর্ষীয়ান এই নেতার ঘোষণায় এই লড়াই আরও আকর্ষণীয় হয়ে উঠতে চলেছে। কারণ, জি২৩-এর অন্যতম মুখ শশী তারুর আগামীকাল, শুক্রবার মনোনয়ন জমা দিতে পারেন।


সম্প্রতি এই পদে লড়াইয়ের জন্য উঠে আসে অশোক গহলৌতের নাম। কিন্তু, রাজস্থান সঙ্কটের জেরে তিনি কিছুটা ব্যাকফুটে। কংগ্রেসের প্রেসিডেন্ট পদে লড়তে অশোক গহলৌত পা বাড়ানোর পর রাজস্থানের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে দড়ি টানাটানি শুরু হয় মরুরাজ্যে। অশোক গহলৌত- সচিন পাইলট শিবিরের মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। দলের মধ্যে এই বিভেদ মেটাতে উদ্যোগ নেয় হাইকম্যান্ড। কিন্তু, প্রাথমিকভাবে সেই উদ্যোগ বিফলে যায়। মল্লিকার্জুন খাড়গে, অজয় মাকেনের রিপোর্টের ভিত্তিতে গহলৌত ঘনিষ্ঠ তিন নেতাকে শোকজ করে এআইসিসি। ১০ দিনের মধ্যে জবাব তলব করা হয় তাঁদের। দিল্লির কংগ্রেস শিবিরের একাধিক নেতার দাবি, গহলৌত শিবিরের পক্ষ থেকে কংগ্রেসের গরিমা নষ্ট করা হয়েছে। এই পরিস্থিতিতে বুধবারে রাতেই রাজধানী পৌঁছন গহলৌত। আজ দলের সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করতে পারেন তিনি। এ পর্যন্ত গহলৌত এবং তারুরকেই কংগ্রেস সভাপতি নির্বাচনে লড়ার জন্য অন্যতম প্রধান মুখ বলে মনে করা হচ্ছিল। কিন্তু, এই প্রতিদ্বন্দ্বিতায় নতুন মোচড় দিতে চলেছেন দিগ্বিজয় সিং, এমনই মনে করছে রাজনৈতিক মহল।


কারণ, সম্প্রতি রাহুল গাঁধীর নেতৃত্বে শুরু হওয়া ভারত জোড়ো যাত্রার পরিকল্পনায় নিযুক্ত ছিলেন দিগ্বিজয় সিং। কন্যাকুমারী থেকে শুরু হওয়া এই যাত্রা কাশ্মীরে শেষ হবে। প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটারের এই যাত্রা দলের পালে হাওয়া দেবে বলে আশাবাদী নেতৃত্ব।


আরও পড়ুন ; মহারাষ্ট্র মডেলে সরকার ফেলার চেষ্টা! গহলৌতের তোপ, বিদ্রোহে ঘনিষ্ঠদের শোকজ