অমৃতসর: করোনা পরিস্থিতি সামাল দিতে লকডাউনের মেয়াদ বাড়ানো হল পঞ্জাবেও। জানানো হয়েছে প্রতিদিন সন্ধে ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু। পাশাপাশি সপ্তাহান্তে অর্থাৎ শুক্রবার সন্ধে ৬টা থেকে সোমবার ভোর ৫টা পর্যন্ত লকডাউন থাকবে রাজ্যে। পরবর্তী নির্দেশিকা না দেওয়া পর্যন্ত এই লকডাউন লাগু থাকছে বলেই জানানো হয়েছে।  


পঞ্জাবেও বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে আরও ২ ঘণ্টা করে লকডাউন বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব সরকার। উল্লেখ্য, এতদিন পর্যন্ত রাত ৮টা থেকেই নাইট কার্ফু চলত। পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিংহ সোমবার তাঁর ট্যুইটার হ্যান্ডেলে জানিয়েছেন, রোজই করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই অবস্থায় পঞ্জাব সরকার লকডাউনের সময়সীমা আরও ২ ঘণ্টা করে বাড়িয়েছে।

ট্যুইটে তিনি আরও জানিয়েছেন, সকলকে ঘরে থাকার অনুরোধ করা হচ্ছে। প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোবেন না। কোভিড পরিস্থিতি সামাল দিতে সাধারণ মানুষের পূর্ণ সহযোগিতা চেয়ে আবেদনও করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। জরুরি কাজ না থাকলে কাউকে বাড়ির বাইরে বেরতে নিষেধ করা হয়েছে। জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের বাইরে বেরতে হলে দেখাতে হবে উপযুক্ত পরিচয়পত্র।

সংবাদ সংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, সুনীল জাখর জানিয়েছেন, বিকেল ৫টা অবধি সমস্ত দোকান-বাজার খোলা থাকবে। এরপর থেকে বন্ধ করে দেওয়া হবে সব।

গত রবিবার পঞ্জাবে করোনা আক্রান্ত হয়ে ৭৬ জনের মৃত্যু হয়েছে। রেকর্ড ভেঙে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৭,০১৪ জন। সব মিলিয়ে করোনা আক্রান্তের সংখ্যা ৩,৩৯,০৯০। রবিবারের মেডিক্যাল বুলেটিন অনুযায়ী সব মিলিয়ে এখনও পর্যন্ত পঞ্জাবে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮,৪৫৩।

১৪ জনের মৃত্যু হয়েছে পাটিয়ালায়। অমৃতসর, লুধিয়ানায় ৯ জন এবং হোশিয়ারপুরে ৬ জন। লুধিয়ানায় করোনা আক্রান্তের সংখ্যা সার্বাধিক (১,৩৮৯)। মোহালিতে ৮৯৩, ৬৪৮ জন জলন্ধরে। অমৃতসরে ৫৬৯ এবং পাটিয়ালায় ৪৯৫ জন। বুলেটিন অনুযায়ী, এখনও পর্যন্ত পঞ্জাবে করোনা মুক্ত হয়েছেন ৫,৩১৫ জন।