নয়া দিল্লি : দিন দিন ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ (Corona Graph)। গত ২৪ ঘণ্টায় আরও কিছুটা বাড়ল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৯২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১৭ হাজার ৭০ জন।
এর পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। আগের দিনে এই সংখ্যাটা ছিল ২৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ১৪ হাজার ৬৮৪ জন। এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৯ হাজার ৫৬৮ জন। দৈনিক পজিটিভিটির হার ৪.১৪ শতাংশ।
আরও পড়ুন ; করোনায় মৃত ৩৫ সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্যের অনুমোদন কেন্দ্রের
এদিকে জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটির প্রস্তাব মেনে করোনায় মৃত সাংবাদিকদের পরিবারের সাহায্যে এগিয়ে এল কেন্দ্র। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সচিব তথা অপূর্ব চন্দ্র (Apurva Chandra) নেতৃত্বাধীন জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটির (Journalist Welfare Scheme Committee) প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। মৃত ৩৫ সাংবাদিকের পরিবারকে ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে।
জার্নালিস্ট ওয়েলফেয়ার স্কিম কমিটি আরও দুই সাংবাদিককে সাহায্যের সুপারিশ করেছে। এই দুই সাংবাদিক পার্মানেন্ট ডিজেবিলিটির সমস্যায় ভুগছেন। এছাড়া গুরুতর অসুস্থতায় ভোগা পাঁচ সাংবাদিকের চিকিৎসার সাহায্যেরও সুপারিশ করা হয়েছে। বৈঠকে কমিটির তরফে মোট ১.৮১ কোটি টাকা সাহায্যের অনুমোদন দেওয়া হয়েছে। এখন পর্যন্ত এই স্কিমে করোনায় মৃত ১২৩ জন সাংবাদিকের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়া হয়েছে। সাম্প্রতিক অনুমোদন নিয়ে যে সংখ্যটা গিয়ে দাঁড়াচ্ছে ১৩৯।