নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমল করোনা সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, একদিনে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৩৫ হাজার ৫৩২ জন। গতকাল এই সংখ্য়াটা ছিল ২ লক্ষ ৫১ হাজার ২০৮। তবে, বেড়েছে মৃতের সংখ্যা। 


কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭১ জনের। এর আগের দিন মৃতের সংখ্যা ছিল ৬২৭। তার আগের দিন এই সংখ্যাটা ছিল ৫৭৩।


আরও পড়ুন ; দেশে নিম্নমুখী দৈনিক করোনা সংক্রমণ, গতকালের তুলনায় ১২ শতাংশ কমল আক্রান্তর সংখ্যা


এই সময়পর্বে করোনামুক্ত হয়েছেন ৩ লক্ষ ৩৫ হাজার ৯৩৯। তার আগের দিন সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৩ লক্ষ ৪৭ হাজার ৪৪৩। অন্যদিকে শনিবারের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২০,০৪,৩৩৩। দৈনিক পজিটিভিটির হার ১৩.৩৯ শতাংশ।


 





এদিকে সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে যে, এক-দু'মাস নয়, বরং বেশ কিছু লোকের মধ্যে ৭ মাসেরও বেশি সময় ধরে সক্রিয় থাকতে পারে এই ভাইরাস। 


আন্তর্জাতিক গবেষকদের একটি দল আবিষ্কার করেছে যে, নভেল করোনা ভাইরাস কিছু মানুষের দেহে প্রায় ২৩২ দিন পর্যন্ত সক্রিয় অবস্থায় থাকতে পারে। ফ্রান্সের পাস্তুর ইনস্টিটিউট, ইউনিভার্সিটি অফ সাও পাওলো (ইউএসপি) এবং ব্রাজিলের অসওয়াল্ডো ক্রুজ ফাউন্ডেশন (ফিওক্রুজ) এর গবেষকরা ৩৮ জন ব্রাজিলিয়ান রোগীকে নিয়ে এই গবেষণা করেছেন। RT-PCR দ্বারা পরপর দু'বার বা তিনবার নেতিবাচক পরীক্ষা না হওয়া পর্যন্ত রোগীদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।


ফ্রন্টিয়ার্স ইন মেডিসিন জার্নালে প্রকাশিত ফলাফলে বলা হয়েছে, ৩৮টি কেসের মধ্যে দুজন পুরুষ এবং একজন মহিলার দেহে ৭০ দিনেরও বেশি সময় ধরে ভাইরাসের ক্রমাগত উপস্থিতি লক্ষ্য করা গেছে। এই রিপোর্টের লেখক, ম্যারিয়েলটন ডস পাসোস কুনহা বলেছেন, "এই ফলাফলের ভিত্তিতে, আমরা বলতে পারি যে SARS-CoV-2 তে সংক্রামিত প্রায় ৮ শতাংশ মানুষের শরীরে দুই মাসেরও বেশি সময় ধরে ভাইরাস থাকছে। অর্থাৎ তাঁদের থেকে সংক্রমণ ছড়াতে পারে।" অর্থাৎ ছেড়েও ছাড়ছে না কোভিড।