SBI recruitment rules: ব্যাঙ্কে মহিলা কর্মীদের নিয়োগের নিয়মে বদল করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। গর্ভবতী মহিলাদের জন্য এই নতুন নিয়ম জারি করেছে ব্যাঙ্ক। যা নিয়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে দেশের বৃহত্তম ব্যাঙ্ককে (State Bank Of India)।


SBI News Update: নতুন নিয়ম অনুসারে, কোনও মহিলা তিন মাসের বেশি গর্ভবতী থাকাকালীন কাজে যোগ দিতে পারবেন না ব্যাঙ্কে। সেই ক্ষেত্রে তাঁকে "temporarily unfit"বলে ধরবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। কেবল সন্তান জন্ম দেওয়ার চার মাস পরই ব্যাঙ্কের কাজে যোগ দিতে পারবেন তিনি। 


SBI recruitment rules: ইতিমধ্যেই ব্যাঙ্কের এই নতুন নিয়ম নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু হয়েছে। খোদ এই পদক্ষেপের বিরোধিতা করেছে অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন। নতুন নিয়োগের সর্বশেষ মেডিকেল ফিটনেস নির্দেশিকাতে ব্যাঙ্ক বলেছে, সংস্থায় কাজের ক্ষেত্রে একজন মহিলাকে ৩ মাসের কম গর্ভাবস্থার ক্ষেত্রে উপযুক্ত বলে বিবেচিত করা হবে। ওই মহিলার গর্ভাবস্থার সময় তিন মাসের বেশি হলে তাঁকে temporarily unfit ধরবে ব্যাঙ্ক। Medical fitness and ophthalmological standards for new recruits and promotees dated December 31, 2021 অনুযায়ী এই নতুন নিয়ম করা হয়েছে। 


SBI Update: স্টেট ব্যাঙ্কের এই নিয়োগের নীতি ২১ ডিসেম্বর, ২০২১ থেকে কার্যকর হয়েছে। পদোন্নতির ক্ষেত্রে সংশোধিত এই নিয়ম ১ এপ্রিল, ২০২২ থেকে প্রযোজ্য হবে। এর আগে ৬ মাসের গর্ভবতী মহিলা প্রার্থীদের শর্ত সাপেক্ষে স্টেট ব্যাঙ্কে যোগদানের অনুমতি দেওয়া হত। সেই যোগদানের ক্ষেত্রে চাকরিপ্রার্থীকে একজন বিশেষজ্ঞ স্ত্রীরোগ বিশেষজ্ঞের শংসাপত্র দেখাতে হত। যেখানে লেখা থাকত, গর্ভাবস্থার এরকম একটা সময়ে ব্যাঙ্কে চাকরি মহিলার গর্ভাবস্থা বা ভ্রূণের স্বাভাবিক বিকাশে সমস্যা তৈরি করবে না। এমনকী ওই নির্দিষ্ট সময় চাকরি গ্রহণের ফলে মহিলার গর্ভপাত বা স্বাস্থ্যের অবনতি হবে না। 


SBI-এর নিয়মের বিরোধিতা: ইতিমধ্যেই SBI-এর এই নিয়োগ নীতির বিরোধিতা করেছেন সিপিআই রাজ্যসভার সাংসদ বিনয় বিশ্বম। এ বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে চিঠি লিখেছেন তিনি। অবিলম্বে গর্ভবতী মহিলাদের নিয়োগের নির্দেশিকা প্রত্যাহারের দাবি তুলেছেন তিনি। তাঁর মতে, "এই নিয়ম মহিলাদের অধিকারকে খর্ব করেছে।" তবে সাংসদ একা নন, এই নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছে  'অল ইন্ডিয়া স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন'। সংগঠনের সাধারণ সম্পাদক কে এস কৃষ্ণ ইতিমধ্যেই এসবিআই ম্যানেজমেন্টকে নির্দেশিকা প্রত্যাহারের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে।