মুম্বই : ঘর-গৃহস্থ সামলে ঘণ্টার পর ঘণ্টা ডিউটি। কার্যত দম ফেলার ফুরসৎ থাকে না। তাতেও দিনের পর দিন হাসিমুখে কর্তব্যে অবিচল থাকেন মহিলা পুলিশকর্মীরা (Police Personnel)। এবার মহারাষ্ট্রে (Maharashtra) কিছুটা হলেও স্বস্তি মিলতে চলেছে এহেন পুলিশকর্মীদের। আর ১২ ঘণ্টা নয়, আট ঘণ্টা ডিউটি করলেই হবে তাঁদের। এমই অর্ডার জারি করেছেন রাজ্যের ডিজিপি সঞ্জয় পাণ্ডে।
তবে, এটা এখনই চূড়ান্ত নয়। আপাতত এই সিদ্ধান্তের ওপর পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে। সাধারণত মহিলা-পুরুষ উভয় পুলিশকর্মীকেই ১২ ঘণ্টা করে ডিউটি করতে হয়। পরবর্তী নির্দেশিকা না আসা পর্যন্ত আট ঘণ্টা ডিউটি করতে হবে মহিলা পুলিশকর্মীদের। এমনই জানা গেছে বৃহস্পতিবার ডিজিপির জারি করা নির্দেশিকায়। বিষয়টি নিশ্চিত করতে হবে প্রত্যেক ইউনিট কমান্ডারকে। এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, জীবন ও কাজের মধ্যে আরও ভারসাম্য বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এর আগে নাগপুর শহর, অমরবতী শহর ও পুণেতে এই সিস্টেম প্রয়োগ করা হয়েছে। জরুরি পরিষেবা ও উৎসবের সময় অবশ্য মহিলাদের ডিউটির সময় বাড়ানো হতে পারে। তবে তাও ডিএসপি বা ডিসিপি-র অনুমতি নিয়ে।
আরও পড়ুন ; মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে "পজিটিভ" ও "নেগেটিভ" রিপোর্ট ২ ব্যক্তির ! আরোগ্য সেতু টিমের জবাব...
গত বছর সেপ্টেম্বর মাসেই এই সিদ্ধান্তের কথা জানা গিয়েছিল মহারাষ্ট্রে। সংবাদ সংস্থা এএনআই-কে ডিজিপি জানিয়েছিলেন, গোটা রাজ্যে মহিলা পুলিশকর্মীদের জন্য আট ঘণ্টা ডিউটি করা হচ্ছে। ১২ ঘণ্টা থেকে কমিয়ে আনা হচ্ছে।
মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্তের জন্য মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে ও রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ ওয়ালসে পাটিলকে ধন্যবাদ জানান এনসিপি নেত্রী ও বরামতীর সাংসদ সুপ্রিয়া সুলে। ট্যুইটারে একথা জানিয়ে তিনি লেখেন, এটা সত্যি করেই রাজ্য সরকারের ভাল উদ্যোগ। এতে পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবেন মহিলা পুলিশখর্মীরা।