নয়া দিল্লি : দেশে দৈনিক সংক্রমণের (India Corona Virus Cases Update) গ্রাফ রোজ হু হু করে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় বিশাল লাফ। একদিনে সংক্রমিতের সংখ্য়া প্রায় আড়াই লাখের কাছাকাছি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৪৭ হাজার ৪১৭ জন। যা গতকালের তুলনায় ২৭ শতাংশ বেশি। গতকাল সংক্রমিতের সংখ্যা ছিল ১ লক্ষ ৯৪ হাজার ৭২০।
স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮৪ হাজার ৮২৫ জন। গতকাল সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ৬০ হাজার ৪০৫। অর্থাৎ গত একদিনে বেড়েছে সুস্থতার হার। এই সময়পর্বে করোনায় মৃত্যু হয়েছে ৩৮০ জনের। এনিয়ে দেশে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪, ৮৫, ০৩৫।
স্বাস্থ্য মন্ত্রকে পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১১, ১৭, ৫৩১। গতকাল এই সংখ্যাটা ছিল ৯ লক্ষ ৫৫ হাজার ৩১৯। দৈনিক পজিটিভিটির হার ১৩.১১ শতাংশ। এদিকে এই মুহূর্তে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৫,৪৮৮।
আরও পড়ুন ; বায়ুবাহিত হওয়ার ৫ মিনিটের মধ্যে সংক্রমণ ক্ষমতা হারাতে শুরু করে করোনা ভাইরাস, বলছে নতুন গবেষণা
এদিকে করোনা ভাইরাস (Corona Virus) নিয়ে নতুন গবেষণা (New Research) সামনে এসেছে। করোনা ভাইরাসের মানুষকে সংক্রামিত করার ক্ষমতা বায়ুবাহিত হওয়ার পাঁচ মিনিটের মধ্যে কমতে শুরু করে। ভাইরাস বাতাসে থাকার ২০ মিনিটের মধ্যে তার প্রায় ৯০ শতাংশ সংক্রমণ ক্ষমতা হারিয়ে ফেলছে। নতুন একটি গবেষণায় এমনই তথ্য সামনে এসেছে।