নয়াদিল্লি :  দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা।  এ রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৫ জনের। দৈনিক মৃত্যুতে প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২৫ জনের। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৫৫ হাজার ৪৪৭ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৮ লক্ষ ৮০ হাজার ৬০৩। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ১ কোটি ৫ লক্ষ ৮৯ হাজার ২৩০ জন।  


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮৭ জনের। গতকাল একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৮৭।  আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩০৯ জন। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৯ হাজার ৩০৯ জন।  সুস্থতার সংখ্যা ১৫ হাজার ৮৫৮ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ১৫ হাজার ৮৫৮।  


দেশে মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ। সুস্থতার হার বেড়ে ৯৭ দশমিক ৩২ শতাংশ।  


বিশ্বে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও, কমল সংক্রমণ। সেইসঙ্গে বেড়েছে দৈনিক সুস্থতার সংখ্যা। করোনায় এখনও পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ২৩ লক্ষ ৮০ হাজার ৬৫৯ জনের। আক্রান্তের সংখ্যা ১০ কোটি ৮১ লক্ষ ৪৮ হাজার ৭৫৫। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৬ কোটি ৫ লক্ষ ২৮ হাজার ৯৫৫ জন।  


বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১৪ হাজার ৬৯৩ জনের।  একদিনে আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৬ হাজার ৪৯৬ জন।  গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ লক্ষ ৮০ হাজার ৫৫৭ জন।