নয়া দিল্লি: করোনায় দেশে ৩০ শতাংশের বেশি বাড়ল দৈনিক সংক্রমণ। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুধবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৪৬০ জনের। করোনা পরীক্ষা গত ২৪ ঘণ্টায় বেশি হওয়ায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। প্রায় ৩৫.৬ শতাংশ সংক্রমণ বৃদ্ধি হয়েছে বুধবার।


একদিনে আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ৯৬৫। এর মধ্যে শুধু কেরলেই একদিনে ১৯ হাজার ৬২২ জন আক্রান্ত হয়েছেন। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৩২ জনের।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৯ হাজার ২০ জনের।  


মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৮ লক্ষ ১০ হাজার ৮৪৫। অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৭৮ হাজার ১৮১।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৯ লক্ষ ৯৩ হাজার ৬৪৪ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ৯৬৪ জন। করোনা খানিকটা নিয়ন্ত্রণে এলেও সংক্রমণ পরিস্থিতি উদ্বেগজনক আকার নিয়েছে দক্ষিণের রাজ্য কেরলে। করোনা বিপদ বাড়াচ্ছে মহারাষ্ট্রেও। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৫ লক্ষ ১৭ হাজার ৫৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৭৬ লক্ষ ৫ হাজার ২১৩। 



কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, করোনায় মৃত্যু হয়েছিল ৩৫০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ৯৪১। সোমবারের তুলনায় যা প্রায় ১২ হাজার কম। সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, ৪২ হাজার ৯০৯ জন ভারতে করোনায় আক্রান্ত হয়েছিল। এর মধ্যে শুধু কেরলেই একদিনে সংক্রমিত ২৯ হাজার ৮৩৬ জন। দেশে একদিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৮০। 


এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজ্যে বাড়ল দৈনিক সংক্রমণ ও মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় মঙ্গলবারে বাড়ল সংক্রমণ। রাজ্য স্বাস্থ্য দফতর প্রকাশিত শেষ বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫৪৬ জন। চিন্তা বাড়াচ্ছে গত ১ দিনে মৃতের সংখ্যা। সোমবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৩। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৪০ জন। রাজ্যে এখন সক্রিয় করোনা রোগী ৮,৮১৫ জন। রাজ্যে সুস্থতার হার ৯৮.২৪ শতাংশ। রাজ্যে করোনায় মৃত্যুর হার ১.১৯ শতাংশ।