নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমল করোনায় আক্রান্তর সংখ্যা। একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৯৯৩ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৪ হাজার ৩৬২ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৫ হাজার ৮৭৬। এরও আগের দিন এই সংখ্যা ছিল ৫ হাজার ৯২১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, কমেছে মৃতের সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ১০৮ জনের। গতকাল এই সংখ্যা ছিল ৬৬ জনের। তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ১৫৮ জন। তারও এক দিন আগে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৯।
এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ২১০ জনের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪৯ হাজার ৯৪৮ জন। গত ২৪ ঘন্টায় করোনা মুক্ত হয়েছেন ৮ হাজার ৫৫। এখনও পর্যন্ত করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৪ লক্ষ ৬ হাজার ১৫০ জন।
জুনেই আছড়ে পড়তে চলেছে করোনার চতুর্থ ঢেউ (Corona 4Th wave)। এমনটাই আশঙ্কা প্রকাশ করেছেন কানপুর আইআইটির গবেষকরা। যদিও করোনার তৃতীয় ঢেউয়ের (Covid 3rd wave) প্রকোপ কমতেই মানুষের মধ্যে আবারও উদাসীন মনোভাব লক্ষ্য করা যাচ্ছে। মাস্ক ব্যবহার অনেকেই কমিয়ে দিয়েছেন। স্যানিটাইজার ব্যবহার তো সেখানে বিলাসিতা মাত্র। আর এই পরিণতি যে ফের ভয়ঙ্কর হতে পারে, তা বারবার বলছেন বিশেষজ্ঞরা। করোনা এত তাড়াতাড়ি দেশ ছেড়ে যাচ্ছে না বলেও জানান তাঁরা। তবে সোমবারের পরিসংখ্যান সামান্য হলেও স্বস্তি দিচ্ছে দেশবাসীর মনে। তবে মৃত্যুগ্রাফ ফের ঊর্ধ্বমুখী।