India Coronavirus Updates: দেশে করোনাভাইরাসের সংক্রমণজনিত পরিস্থিতিতে সামান্য স্বস্তি। গত আট মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা ১৪ হাজারের কম হল। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জারি করা পরিসংখ্যানে এই তথ্য জানা গিয়েছে। সোমবার স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েযে যে, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তর সংখ্যা ১৩ হাজার ৫৯৬। এরইমধ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৬৬ জনের। গত ২৪ ঘণ্টায় করোনা সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৯ হাজার ৫৮২। অর্থাৎ, গত একদিনে অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা কমেছে ৬,১৫২। দৈনিক আক্রান্তের সংখ্যা গত ২৩০ দিনের মধ্যে সর্বনিম্ন। 


দেশে সাম্প্রতিক করোনা পরিস্থিতি


করোনা অতিমারী শুরু হওয়ার পর থেকে এখনও পর্যন্ত দেশে আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার। এরমধ্যে মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ২৯০ জনের। এরইমধ্যে করোনাকে হারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ৩৪ লক্ষ ৩৯ হাজার। দেশে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা দুই লক্ষেরও কম হয়েছে। এই মুহুর্তে ১ লক্ষ ৮৯ হাজার ৬৯৪ জন আক্রান্ত চিকিৎসাধীন। 


এখনও পর্যন্ত করোনা টিকার ৯৭ কোটি ৭৯  লক্ষ ৪৭ হাজার ডোজ দেওয়া হয়েছে


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ১৭ অক্টোবর পর্যন্ত দেশজুড়ে ৯৭ কোটি ৭৯ লক্ষ ৪৭ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্যে গত একদিনের ১২.০৫ লক্ষ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। অন্যদিকে, আইসিএমআর জানিয়েছে যে, এখনও পর্যন্ত দেশে ৫৯.১৯ কোটি করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। গতকাল পরীক্ষা করা হয়েছে৯.৮৯ লক্ষ নমুনা। এরমধ্যে পজিটিভিটি রেট ২ শতাংশেরও কম।






দেশে করোনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ। অন্যদিকে, রিকভারি রেট ৯৮.১০ শতাংশ। অ্যাক্টিভ কেসের হার ০.৫৭ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এই মুহূর্তে বিশ্বে দশম স্থানে রয়েছে। অন্যদিকে, আমেরিকা ও ব্রাজিলের পর ভারতেরই করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা সবচেয়ে বেশি।