হরিয়ানাঃ জাতি বৈষম্যমূলক মন্তব্যের জের। গ্রেফতার করা হল ভারতের প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিংহকে। ১ বছর আগে ইনস্টাগ্রামে ভিডিও কলে যুজবেন্দ্র চাহালকে নিয়ে মজার ছলে একটি মন্তব্য করেছিলেন যুবি। সেই ভিডিও কলে তাঁর সঙ্গে ছিলেন রোহিত শর্মা। সেই জন্যই গ্রেফতার করা হল যুবিকে। পরে অন্তর্বর্তিকালীন জামিনে ছাড়া পান যুবরাজ।


প্রায় এক বছর আগে একদিন ইনস্টাগ্রামে ভিডিও চ্যাট করছিলেন যুবরাজ ও রোহিত। সেই সময়ই চাহালের নাচের ক্লিপিংস নিয়ে কথা বলতে গিয়ে একটি জাতি বৈষম্যমূলক মন্তব্য করে বসেন প্রাক্তন অলরাউন্ডার। সেই সময় তাঁকে গ্রেফতারের দাবি তোলা হয়। কিন্তু প্রাক্তন এই অলরাউন্ডার সেই সময় নিজের ট্যুইটারে ক্ষমা চেয়ে নিয়ে পোস্ট করেন, ‘আমি কখনও কোনও জাতি, বর্ণ, ধর্ম অথবা লিঙ্গের বৈষম্যে বিশ্বাস করিনি। সারা জীবন মানুষের জন্য কাজ করেছি। আমি মানুষকে মর্যাদা দেওয়ায় বিশ্বাস করি। মানুষ একে অপরকে নিঃস্বার্থ ভাবে সম্মান করুক, এটাই চেয়ে এসেছি। বন্ধুদের কথা বলার সময় আমার একটি কথার অন্য অর্থ করা হয়েছে, যেটা অনভীপ্রেত। ভারতের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি যদি কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য ক্ষমা চাইছি। আমি ভারতকে ভালবাসি আর ভারতবাসী সব সময় আমার অন্তরে থাকে।’ ঝাঁসি শহরে যুবরাজের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই এই প্রাক্তন বাঁহাতি ক্রিকেটারকে গ্রেফতার করা হয়। যদিও কিছুক্ষণের মধ্যেই যুবরাজকে অন্তর্বর্তিকালীন জামিনে ছেড়েও দেওয়া হয়। 


উল্লেখ্য, কিছুদিন আগেই যুবরাজের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যুবি নিজেই শেয়ার করেছেন সেটি। ভিডিওটিতে যুবরাজকে দেখা যাচ্ছে মরুদেশে বাঘের সঙ্গে দড়ি টানাটানি করতে। পরে একটি বিশালাকার সাপকে গলায় জড়িয়ে ছবিও তুলেছেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার। যুবরাজ গিয়েছিলেন দুবাইয়ের 'ফেম পার্ক'-এ। যে পার্ক বিখ্যাত। কারণ, এখানে বন্যপ্রাণীদের সঙ্গে বিভিন্ন খেলা থেকে শুরু করে তাদের সঙ্গে ছবি তোলার সুযোগ, সবই পাওয়া যায়। ফেম পার্কে গিয়ে যুবরাজ ও তাঁর সঙ্গীরা একটি বিশাল লাইগারের সঙ্গে দড়ি টানাটানি করেন। একদিকে মুখে দড়ি নিয়ে সজোরে টানছে একটি পূর্ণবয়স্ক লাইগার। দড়ির অন্য প্রান্তে যুবি ও তাঁর বন্ধুরা। মাঝখানে অবশ্য সুরক্ষা নিশ্চিত করার জন্য ছিল একটি কাচের দেওয়াল।