নয়াদিল্লি : সবেই গিয়েছে ওনাম উত্সব। দক্ষিণ ভারত, মূলত কেরলে সাড়ম্বড়ে পালিত হয় মালয়লম ক্যালেন্ডারের প্রথম মাস, ওনাম উত্সব। এরপরই চড়চড় করে উঠল কেরলের করোনা গ্রাফ। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনা সংক্রমণের মাত্রা ৩০ শতাংশ বেড়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় কেরলে কোভিড ১৯ এর সংক্রমণ ৩১ হাজার পেরিয়েছে। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, এটি উত্সব পরবর্তী ফল। গত ২৪ ঘণ্টায় কেরলে করোনায় মৃত্যু হয়েছে ২১৫ জনের। আজকের হিসেব অনুসারে কেরলে একদিনে সংক্রমিত হয়েছেন ৩১,৪৪৫ জন। সে-রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৩৮,৮৩,৪২৯। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ১৯,৯৭২.
দেশজুড়ে বাড়ছে তৃতীয় ঢেউয়ের আতঙ্ক।বৃহস্পতিবারের হিসেব অনুসারে, দেশে গত ২৪ ঘণ্টায় প্রায় ৫০ শতাংশ বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। অনেকটাই বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও।
উদ্বেগ বাড়াচ্ছে, স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাস্টার ম্যানেজমেন্টের একটি রিপোর্ট। সোমবারই, প্রধানমন্ত্রীর দফতরকে সতর্ক করে, এই রিপোর্টে বলা হয়েছে, অক্টোবরেই দেশে শিখর ছুঁতে পারে করোনার তৃতীয় ঢেউ। রিপোর্টে দাবি করা হয়েছে, করোনার তৃতীয় ঢেউয়ে দৈনিক সংক্রমণ সর্বোচ্চ ৫ লক্ষ ছুঁতে পারে। করোনার দ্বিতীয় ওয়েভের জন্য, দায়ী ছিল কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই দেশে কোভিডের ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের হদিশ পাওয়া গেছে। এ’নিয়ে রিপোর্টে কেন্দ্রকে সতর্ক করা হয়েছে।বিশ্বজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে করোনার এই নতুন স্ট্রেইন। হুহু করে আক্রান্তের সংখ্যা বাড়ছে আমেরিকায়। কয়েকদিন আগে পর্যন্তও, প্রত্যেকদিন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছিলেন ১ লক্ষের বেশি।
এরই মধ্যে কিছুটা আশার বার্তা দিয়েছেন বিশ্বস্বাস্থ্য সংস্থা WHO-র চিফ সায়েনটিস্ট সৌম্যা স্বামীনাথন। তিনি বলেন, আর মহামারী হিসেবে নয়, এবার অন্যান্য সাধারণ রোগের মতোই আমাদের চারপাশে স্থায়ীভাবে থেকে যেতে পারে করোনা ভাইরাস। পাশাপাশি তাঁর দাবি, এক্ষেত্রে আক্রান্তের সংখ্যা প্রথম বা দ্বিতীয় ওয়েভের মতো একসঙ্গে তেমন বিপুল আর হবে না। তবে, করোনায় আক্রান্ত হওয়া এবং তা থেকে সুস্থ হওয়ার প্রক্রিয়া চলতে থাকবে। তাই নির্দিষ্ট সময়ের বেড়াজাল কাটিয়ে সবসময় আমাদের করোনা সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন তিনি।