Coronavirus News LIVE Updates:  ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৪ জনের মৃত্যু হলেও দৈনিক আক্রান্তের সংখ্যা এখনও হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬। 



এক নজরে করোনা আপডেট



  • দেশে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯৪৯। 

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৪৭ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৪০ হাজার ৯৪৭।

    তার মধ্যে হঠাতই রাজধানীতে বাড়তে শুরু করেছে করোনার প্রকোপ। বৃহস্পতিবার দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ছিল গত ৪০ দিনে সর্বোচ্চ । গত এক সপ্তাহে দিল্লিতে দৈনিক সংক্রমণের হার ০.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় আড়াই শতাংশের কাছে পৌঁছে যায়! যদিও পরে তা কমেছে। কিন্তু দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। করোনার অতি সংক্রামক নতুন প্রজাতি এক্সই-কে ঘিরে যখন আতঙ্ক বাড়ছে, তখন নতুন উদ্বেগ তৈরি হয়েছে দিল্লির পরিস্থিতি নিয়ে। 


     







দিল্লিতে আচমকা বাড়ছে করোনা, তাতে কলকাতায় বিপদ কতটা? শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসক ও বিশেষজ্ঞরা। নাছোড় ভাইরাসের সংক্রমণ রুখতে, ভ্যাকসিন নেওয়া থাকলেও, মাস্ক পরা ও হাত স্যানিটাইজ করার অভ্যেস ধরে রাখার পরামর্শ দিচ্ছেন তাঁরা।