নয়াদিল্লি: ফের কুড়ি হাজারের উপর উঠল দেশের দৈনিক কোভিড (Covid) সংক্রমণ। গত কয়েকদিন ধরে দৈনিক কোভিড-গ্রাফ কুড়ি হাজারের উপরেই থাকায় বেড়েছে সক্রিয় রোগীর সংখ্যাও। দেশের দৈনিক কোভিড সংক্রমণের ছবি বাড়াচ্ছে উদ্বেগ। যদিও গত ২৪ ঘণ্টায় বেশ কিছুটা কমেছে দেশের দৈনিক সংক্রমণ।


দেশের কোভিড-গ্রাফ:



  • কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ২৭৯ জন।

  • গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২১ হাজার ৪১১।

  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৬ জনের।'

  • গতকাল দেশে দৈনিক কোভিড-মৃত্যুর সংখ্যা ছিল ৬৭।

  • এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৬ হাজার ৩৩ জনের।

  • মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩৮ লক্ষ ৮৮ হাজার ৭৫৫।

  • দেশে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৫২ হাজার ২০০।

  • গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১৮ হাজার ১৪৩ জন।

  • দেশে এখন সুস্থতার হার ৯৮.৪৫ শতাংশ।







 


টিকাকরণে জোর:
দেশে টিকাকরণের উপরেও জোর দেওয়া হয়েছে। এখন ভারতে মোট কোভিড টিকা (Covid Vaccination) দেওয়া হয়েছে দুশো কোটিরও বেশি। ১২ থেকে ১৪ বছর বয়সীদেরও দেওয়া হচ্ছে কোভিড টিকা। এখনও পর্যন্ত ওই বয়সীদের মধ্যে কোভিডের প্রথম টিকা পেয়েছে ৩ কোটি ৮৫ লক্ষ। কোভিডের মধ্যেই এবার চিন্তা বাড়াচ্ছে মাঙ্কিপক্সও। 


আরও পড়ুন: মাঙ্কিপক্স নিয়ে বিশ্বজনীন স্বাস্থ্যে আপৎকালীন সতর্কতা জারি WHO-র