আশাবুল হোসেন, কলকাতা : রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে, বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখেই বিজেপি বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার বৈঠক ডাকা হয়েছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। সেই বৈঠকে আমন্ত্রিত অ-বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ মোট ২২ জন বিজেপি বিরোধী নেতা-নেত্রী।



২ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন মমতা
সেই উদ্দেশেই ২ দিনের সফরে আজ দিল্লি যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। অন্যদিকে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখেই বিজেপি-বিরোধী দলগুলিকে একজোট করতে উদ্যোগী হয়েছেন তৃণমূল নেত্রী। বুধবার বৈঠক ডাকা হয়েছে দিল্লির কনস্টিটিউশন ক্লাবে। সেই বৈঠকে আমন্ত্রিত অ-বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী-সহ মোট ২২ জন বিজেপি বিরোধী নেতা-নেত্রী।


তৃণমূল নেত্রীর চিঠি যে অবিজেপি-অকংগ্রেসি ৮ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছেছে, তাঁরা হলেন



  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন

  • ওড়িশার নবীন পট্টনায়েক

  • তেলঙ্গনার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও

  • তামিলনাড়ুর এম কে স্ট্যালিন

  • মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে

  • ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন

  • দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

  • পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে


এছাড়াও বৈঠকে আমন্ত্রণ জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি পৌঁছেছে, কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী, এনসিপি প্রধান শরদ পওয়ার, আরজেডি সভাপতি লালুপ্রসাদ যাদব, ন্যাশনাল কনফারেন্স সভাপতি ফারুখ আবদুল্লা, প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবেগৌড়া, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব, সিপিআইয়ের সাধারণ সম্পাদক ডি রাজা, RLD-র জয়ন্ত চৌধুরি, কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী, বিজেপির প্রাক্তন শরিক শিরোমণি অকালি দলের সভাপতি সুখবিন্দর সিং বাদল, সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের পবন চামলিং এবং অল ইন্ডিয়া মুসলিম লিগের কেএম কাদের মহিউদ্দিনের কাছে।


রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীরা শেষপর্যন্ত ঐক্যবদ্ধভাবে প্রার্থী দিতে পারবে? রাষ্ট্রপতি নির্বাচনে এখনও প্রার্থী ঘোষণা করেনি শাসক-বিরোধী কোনও পক্ষই। তবে সবার নজর বুধবার তৃণমূল নেত্রীর ডাকা বৈঠকের দিকে। বৈঠকে কোন কোন নেতা উপস্থিত হন, সেটাই দেখার।