নয়াদিল্লি: ২০২৩ সালের মার্চ মাসে সাত পাকে বাঁধা পড়েন টিভি অভিনেত্রী দলজিৎ কৌর (Dalljiet Kaur)। বিয়ে করেন কেনিয়ার ব্যবসায়ী নিখিল পটেলকে (Nikhil Patel)। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই শোনা যায় তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করেন তাঁরা, তারপরই জোরাল হয় জল্পনা। সম্প্রতি সেই জল্পনায় ঘৃতাহুতি করে দলজিতের পোস্ট। তিনি ইঙ্গিত করেন যে নিখিল তাঁর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। এবার বিস্ফোরক নিখিল। তিনি জানিয়েছেন যে দলজিতের থেকে আর অপমান তিনি সহ্য করবেন না, এবং তাঁকে সতর্ক করে বার্তাও দিয়েছেন।
দলজিতের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি নিখিলের
সম্প্রতি ইটাইমসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন নিখিল পটেল। সেখানেই তিনি সতর্ক করার সুরে জানান যে তাঁর লিগাল টিম 'দলজিতের বিরুদ্ধে যত কঠোর আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব তা নেবে যদি সে তার এই বেআইনি কাজ চালিয়ে যেতে থাকে।' তিনি বলেন, 'বিশ্বের একজন সাধারণ নাগরিক হিসাবে, ভারতে এবং বিশ্বব্যাপী অনলাইন সুরক্ষা আইনের ফাঁকগুলি নিরপরাধীদের নানা অসতর্ক ক্রিয়াকলাপের মাধ্যমে মিডিয়ার সস্তায় দৃষ্টি আকর্ষণ করার জন্য বেছে নেয়, তাদের দ্বারা প্রায়শই শোষিত হতে পারে, তা দেখে খুবই বিরক্তিকর লাগে, এবং এতে শিশু এবং মহিলারা সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হন।'
অন্যদিকে, এই বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই বিয়ের ভিডিও শেয়ার করেন দলজিৎ। যদিও কিছুক্ষণের মধ্যেই সেই ভিডিও তিনি ডিলিটও করে দেন। এই প্রসঙ্গে নিখিল বলেন, 'কোনও ছবি বা ভিডিও ফুটেজে যে বা যাঁরা উপস্থিত রয়েছেন, তাঁদের অনুমতি ছাড়া শেয়ার করা বেআইনি, বিশেষত সেখানে যদি বাচ্চারা থাকে, যারা অনেক বেশি উন্মুক্ত, এবং যাদের সবসময়ে আইনি সুরক্ষার প্রয়োজন পড়ে।'
তিনি আরও জানান যে তাঁর টিমের তরফে দলজিতের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। নিখিলের কেনিয়ার বাড়ি থেকে দলজিতের সমস্ত জিনিসপত্র জুনের মধ্যে নিয়ে নিতে বলা হয়েছে। যদি তা না করেন তিনি, তাহলে নিখিলের তরফে সবকিছু দান করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। নিখিলের কথা অনুযায়ী, বারবার তাঁর তরফে দলজিতকে নাকি তাঁর মালপত্র নিয়ে যেতে বলা হয়েছে। এই সমস্যা, ঝামেলা, বিচ্ছেদ নিয়ে আলোচনা টানাপোড়েন, এখন কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার।
প্রথম বিয়ের তিক্ত অভিজ্ঞতা থেকে বেরিয়ে এসে গত বছরই দলজিৎ বিয়ে করেন প্রবাসী ভারতীয় নিখিল পটেলের সঙ্গে। তবে এক বছরের মধ্যেই সেই সম্পর্কেও চিড় ধরেছে বলেই খবর।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।