হায়দরাবাদ: করোনার বিরুদ্ধে  ছোটদের টিকাকরণে (COVID Vaccine) তাদের টিকাকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্র। এ বার ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্যও তাদের তৈরি কোভ্যাক্সিন (COVAXIN) টিকা নিরাপদ বলে দাবি করল ভারত বায়োটেক (Bharat Biotech)। তাদের দাবি, ২ থেকে ১৮ বছর বয়সিদের জন্য কোভ্যাক্সিন নিরাপদ, সহিষ্ণু এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পক্ষে সহায়ক।


নতুন বছরের শুরুতেই ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণ শুরু হচ্ছে। তাতে ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিনকেই অগ্রাধিকার দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তার মধ্যেই বৃহস্পতিবার ২ থেকে ১৮ বছর বয়সিদের উপর টিকার পরীক্ষামূলক প্রয়োগের তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের ফলাফল প্রকাশ করেছে তারা।


পরীক্ষার ফলাফলের সঙ্গে এ দিন লিখিত বিবৃতিও প্রকাশ করে ভারত বায়োটেক। তাতে বলা হয়েছে, চলতি বছরের জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত ওই পরীক্ষা চালানো হয়। তাতে ২ থেকে ১৮ বছর বয়সিদের শরীরে কোভ্যাক্সিন শুধু নিরাপদ বলেই প্রমাণিত হয়নি, রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির পক্ষে সহায়ক এবং সহিষ্ণু বলেই প্রমাণিত হয়েছে।


পরীক্ষার ফলাফল অক্টোবর মাসেই নিয়ন্ত্রক সংস্থা (Drugs Controller General of India/DGCI)-এর কাছে জমা দেওয়া হয়। তার পর জরুরি পরিস্থিতিতে ১২ থেকে ১৮ বছর বয়সিদের টিকাকরণে অনুমোদন পায় ভারত বায়োটেক। তাদের দাবি, পরীক্ষা চলাকালীন, টিকা প্রয়োগে কারও শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়নি।


তবে ভারতে আপাতত ১৫ থেকে ১৮ বছর বয়সিদেরই টিকাকরণ শুরু হচ্ছে। ৩ জানুয়ারি থেকে টিকা দেওয়া হবে তাদের। তার জন্য ১ জানুয়ারি থেকে কো-উইন (CO-Win) অ্যাপে নাম নথিভুক্ত করা যাবে। পোর্টালে গিয়ে নিজেদের পরিচয় পত্র দিয়ে নাম তুলতে হবে ছোটদের। আধার কার্ড না থাকলে দশম শ্রেণির পরিচয়পত্র ব্যবহার করা যাবে।


তবে ৩ জানুয়ারি ১৫ থেকে ১৮ বছর বয়সিদের টিকা দেওয়া শুরু হতে চললেও, তার চেয়ে কম বয়সি ছেলেমেয়েদের টিকা দেওয়া নিয়ে এখনও কিছু খোলসা করেনি কেন্দ্র।