পুণে : সম্পূর্ণ টিকাকরণ হয়ে যাওয়া সত্ত্বেও করোনায় আক্রান্ত এমবিবিএস-এর ১৮ জন ছাত্রী। মহারাষ্ট্রের সাঙ্গলি জেলার মিরাজের সরকারি মেডিক্যাল কলেজের ঘটনা। 


সেখানকার ডিন সুধীর নানন্দকর জানান, ছাত্রীরা সকলেই উপসর্গহীন এবং স্থিতিশীল। প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে কলেজের সঙ্গে যুক্ত হাসপাতালে তাঁদের ভর্তি করা হয়েছে। হস্টেলের একটা দিকে সংক্রমণ ছড়িয়েছে। কারণ, ওই ছাত্রীরা মেসের খাবারের জন্য এক জায়গায় জড়ো হতেন। এখনও পর্যন্ত ৪৫ জনের আরটি-পিসিআর টেস্ট করা হয়েছিল। তাঁদের মধ্যে ১৮ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। অন্যদের পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।


একদিন আগেই জানা যায়, মহারাষ্ট্রের (Maharashtra) স্কুলে একসঙ্গে ৫১ জন করোনা (COVID-19 Infection) আক্রান্ত। এর মধ্যে ৪৮ জন পড়ুয়া এবং ৩ জন স্কুলের কর্মী। মহারাষ্ট্রের আহমেদনগরের জওহর নবোদয় বিদ্যালয়ে এত জন পড়ুয়া এবং কর্মীর শরীরে সংক্রমণ ধরা পড়ে। 


আরও পড়ুন ; ছড়াচ্ছে ওমিক্রন, সোমবার কোভিডের দৈনিক সংক্রমণে বিশ্বে রেকর্ড


স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি সব মিলিয়ে স্কুলের ১৯ জন পড়ুয়া করোনায় সংক্রমিত হয়। তাতে আতঙ্কিত হয় স্কুলের ৪৫০ পড়ুয়া এবং কর্মীদের করোনা পরীক্ষা করানো হয়। তাতেই সংক্রমিতের সংখ্যা এক ধাক্কায় ৫১০-এ গিয়ে ঠেকে।







একসঙ্গে এত জন সংক্রমিত হওয়ায় স্কুলটিকে আপাতত সিল করে দেওয়া হয়। স্কুল সংলগ্ন ওই এলাকাকে কনটেনমেন্ট জোন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। আক্রান্তদের মধ্যে যে সমস্ত ছাত্রের গুরুতর উপসর্গ রয়েছে, তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের রাখা হয়েছে নিভৃতবাসে। তবে বেশিরভাগ ছাত্রেরই মৃদু উপসর্গ রয়েছে বলে জানা যায়।


এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৩৫৮ জন।  গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৫৩১। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৯৩ জনের।  গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩১৫।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৭ লক্ষ ৯৯ হাজার ৬৯১ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ২৯০ জনের মৃত্যু হয়েছে।