COVID-19 Live Updates: বছরের শেষ দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২২৬ জন

COVID Situation Live Updates: করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 31 Dec 2022 10:00 PM

প্রেক্ষাপট

নয়াদিল্লি: তিন বছর কাটতে চললেও অতিমারি থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত নেই (Pandemic)। বরং নোভেল করোনাভাইরাসের নয়া রূপ এখন দাপিয়ে বেড়াচ্ছে চিনে (COVID in China)। তাতে আশঙ্কিত গোটা বিশ্ব (COVID-19 Live...More

COVID Live News: তথ্য দিতেই হবে চিনকে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার তথ্য় গোপন করছে চিন। বিশ্বব্যাপী উঠছে এই অভিযোগ। যা নিয়ে এবার আসরে নেমে পড়ল WHO।  তথ্য দিতেই হবে চিনকে, সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।