COVID-19 Live Updates: বছরের শেষ দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২২৬ জন

COVID Situation Live Updates: করোনা সংক্রান্ত খবর জানতে চোখ রাখুন।

ABP Ananda Last Updated: 31 Dec 2022 10:00 PM
COVID Live News: তথ্য দিতেই হবে চিনকে, সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনার তথ্য় গোপন করছে চিন। বিশ্বব্যাপী উঠছে এই অভিযোগ। যা নিয়ে এবার আসরে নেমে পড়ল WHO।  তথ্য দিতেই হবে চিনকে, সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

COVID Live Updates: অনলাইনে কোভিড সম্পর্কিত বিষয়বস্তু সেন্সর করছে চিন

অনলাইনে কোভিড সম্পর্কিত বিষয়বস্তু সেন্সর করছে চিন। নববর্ষের আগে সতর্ক করা হয়েছে নাগরিকদের। জিরো কোভিড পলিসি-র জেরে এমনিতেই অর্থনীতিতে মারাত্মক প্রভাব পড়েছে ড্রাগনের দেশে। 

COVID Live News: 'জিরো কোভিড পলিসি'তে বড় অর্থনৈতিক ধাক্কা খেল চিন

'জিরো কোভিড পলিসি'তে বড় অর্থনৈতিক ধাক্কা খেল চিন। ২০২০-র পর অনেকাই নেমে এসেছে দেশের আর্থিক অবস্থা। এমনই জানিয়েছে চিনের ন্যাশনাল ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স।

COVID Live Updates: নতুন বছরে ৬ দেশের যাত্রীদের জন্য নেগেটিভ RT-PCR মাস্ট

চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও হংকং থেকে আসা যাত্রীদের জন্য ভারতে নেগেটিভ RT-PCR আবশ্যিক।  নতুন বছর থেকেই শুরু হবে নিয়ম।

COVID Live News: জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে ৩০ লক্ষ

জানুয়ারিতে শুধু চিনেই করোনা আক্রান্তের সংখ্যা পেরোতে পারে ৩০ লক্ষ, দাবি ব্রিটিশ সংস্থার। জাপানে করোনার অষ্টম ঢেউ দেখা দিয়েছে।

COVID Live Updates: দিল্লিতে নতুন করে আরও কোভিডের থাবা

দিল্লিতে নতুন করে নয়টি COVID-19 কেস ধরা পড়েছে। শনিবার কোভিড পজিটিভের হার দাঁড়িয়েছে ০.২২ শতাংশ। এমনই জানিয়েছে স্বাস্থ্য বিভাগের ডেটা।

COVID Live News: কত শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন ?

 নবান্ন সূত্রে দাবি, পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ২৬ শতাংশ মানুষ বুস্টার ডোজ নিয়েছেন। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে যে বুস্টার ডোজের প্রয়োজন রয়েছে, সেকথা কেন্দ্রীয় সরকারকে জানানো হবে। 

COVID Live Updates: বছরের শেষ দিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২২৬ জন

বছরের শেষ দিনে ভারতে দৈনিক করোনা সংক্রমণ ২২৬। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৩ হাজার ৬৫৩। গতকালের চেয়ে কমলই সংক্রমণ। একদিন আগে দৈনিক সংক্রমণ ২৪৩-এ ছিল। 


 

COVID Live News: দু'বছরে এই প্রথম করোনা মুক্ত বর্ষবরণ অস্ট্রেলিয়ায়

গোটা দুনিয়া থেকে পৃথক অবস্থান। বিগত দুই বছরে এই প্রথম করোনামুক্ত বর্ষবরণ উদযাপিত হতে চলেছে অস্ট্রেলিয়ায়। সিডনিতে ১০ লক্ষ মানুষের জমায়েত হতে পারে বলে অনুমান।


 

COVID Live Updates: চিনে করোনা সংক্রান্ত সোশ্যাল পোষ্ট নিষিদ্ধ হল

বর্ষবরণে ফের অতিমারির সঙ্কট! ক্ষোভ বাড়ছে চিনে। তার জেরে সোশ্যাল মিডিয়ায় কোভিড সংক্রান্ত সব পোস্ট নিষিদ্ধ করল চিন সরকার। 


 

COVID Live News: আমেরিকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার XBB.1.5 রূপ

আমেরিকায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে করোনার XBB.1.5 রূপ। দেশের মোট সংক্রমণের ৪০ শতাংশই এই রূপে আক্রান্ত বলে জানা গিয়েছে। পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে সে দেশের সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।


 

COVID Live Updates: চিনে করোনায় দৈনিক ৯ হাজার মৃত্যু!

চিনো করোনায় আক্রান্ত হয়ে দৈনিক ৯ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছেন বলে এ বার দাবি সামনে এল। এমন দাবি করেছে ব্রিটেনের হেলথ অ্যানালিটিকস সংস্থা এয়ারফিনিটি।


 

COVID Live News: চিনফেরতদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক হতে চলেছে ব্রিটেনেও

চিনফেরত সকলের কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করতে এ বার উদ্যত হল ব্রিটেন। চিন থেকে ফিরে সকলকে কোভিড রিপোর্ট নেগেটিভ হতে হবে বলে জানা গিয়েছে। নইলে বিমানবন্দর থেকে সটান কোয়রান্টিনে পাঠানো হবে। 

COVID Live Updates: করোনা নিয়ে বিশদ তথ্য দিতে হবে চিনকে, নির্দেশ দিল হু

হু হু করে বাড়ছে সংক্রমণ। তাতে আশঙ্কিত গোটা বিশ্ব। সেই আবহে চিনেক করোনার নয়া রূপ নিয়ে বিশদ তথ্য জমা দিতে নির্দেশ দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হু জানিয়েছে, দৈনিক সংক্রমণ, দৈনিক মৃত্যু নিয়ে বিশদ তথ্য জানাতে হবে চিনকে। 

প্রেক্ষাপট

নয়াদিল্লি: তিন বছর কাটতে চললেও অতিমারি থেকে রেহাই পাওয়ার ইঙ্গিত নেই (Pandemic)। বরং নোভেল করোনাভাইরাসের নয়া রূপ এখন দাপিয়ে বেড়াচ্ছে চিনে (COVID in China)। তাতে আশঙ্কিত গোটা বিশ্ব (COVID-19 Live Updates)। সেই আবহেই চিনের কাছে করোনার নয়া রূপ সম্পর্কে আরও একবার বিশদ তথ্য চেয়ে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। কত সংখ্যক মানুষ আক্রান্ত হচ্ছেন, কত জন মারা যাচ্ছেন, তার দৈনিক হিসেব পাঠাতে হবে বলে চিনকে জানাল হু (COVID Situation Live Updates)। 


আগামী ৩ জানুয়ারি সার্স কোভ-২ ভাইরাসের চরিত্রবদল নিয়ে জরুরি বৈঠকে বসছে হু-র (WHO) প্রযুক্তি উপদেষ্টা কমিটি। তাতে চিনের বিজ্ঞানীদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। সেখানে জিনোম সিকোয়েন্সিং থেকে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা, সবকিছুর পরিসংখ্যান দিতে বলা হয়েছে চিনকে। 


এর আগে, বৃহস্পতিবার হু প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানান, চিনে যে হারে কোভিড সংক্রমণ ছড়িয়ে পড়ছে, তাতে অবিলম্বে বিশদ তথ্য জানা প্রয়োজন। নইলে পরিস্থিতির আঁচ পাওয়া সম্ভব নয়। 


উল্লেখ্য, তিন বছর কাটতে চললেও, নতুন করে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে করোনা। চরিত্র বদলে আগের থেকেও বেশি শক্তিশালী হয়ে উঠেছে তার নয়া রূপ BF.7. এখনও পর্যন্ত যে খবর সামনে আসছে, সেই অনুযায়ী, প্রতিদিন প্রায় কয়েক লক্ষ মানুষ সেখানে আক্রান্ত হচ্ছেন। দৈনিক মৃত্যুও ৫ হাজারের উপর ঘোরাফেরা করছে। 

 

এই পরিস্থিতির জন্য চিনের কড়া বিধিনিষেধকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, 'জিরো কোভিড' নীতির রূপায়ণ করতে গিয়ে পান থেকে চুন খসলেই আরটিপিসিআর পরীক্ষা, নিভৃতবাস ঘাড়ে চাপিয়ে দিয়েছে সে দেশের সরকার। তাতে সে দেশের মানুষ করোনার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগই পাননি, তৈরি হয়নি "হার্ড ইমিউনিটি'। তাই সরকারি বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদ, আন্দোলনের জেরে বিধিনিষেধ আচমকা তুলে নেওয়ায় হু হু করে ছড়িয়ে পড়ে সংক্রমণ। 

 

এই মুহূর্তে চিনফেরত যাত্রীদের জন্য কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়া, ভারত, ইতালি, জাপান এবং তাইওয়ানের মতো দেশ। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.