নয়া দিল্লি : নতুন করে ফের সংক্রমণ বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টাতেই দেশেই করোনা (Corona) আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি নতুন কোনও ভ্যারিয়েন্ট (Variant) থাবা বসাল ? যদিও স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, আতঙ্কের কারণ নেই। নতুন কোনও ভ্যারিয়েন্টের হদিশ মেলেনি। তাছাড়া সংক্রমণের যে বাড়বাড়ন্ত তা কয়েকটি নির্দিষ্ট জেলাতেই দেখা গেছে।


তাঁদের বক্তব্য, কোভিড-উপযুক্ত আচরণ না মেনে চলা, বুস্টার ডোজের বিষয়ে মানুষের মধ্যে উদাসীনতা- ইত্যাদি কারণে সংক্রমণ বৃদ্ধি পেয়েছে । কেরলের সাতটি ও মিজোরামের পাঁচটি জেলা-সহ মোটি ১৭টি জেলায় সাপ্তাহিক কোভিড পজিটিভিটির হার ১০ শতাংশের বেশি। কেরলের সাতটি-সহ দেশের মোট ২৪টি জেলায় কোভিড পজিটিভিটির হার ৫ থেকে ১০ শতাংশের মধ্যে। সরকারি আধিকারিক সূত্রের এমনই খবর।


আরও পড়ুন ; আবারও উদ্বেগ বাড়াচ্ছে করোনা? দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা সাড়ে ৮ হাজার ছুঁইছুঁই


ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইসরি গ্রুপ অন ইম্যুনাইজেশনের চেয়ারম্যান এন কে আরোরা সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, আমরা চিন্তা করার মতো নতুন কোনও ভ্যারিয়েন্টের হদিশ পাইনি। ভারতে এখন BA.2 ছাড়াও BA.4 এবং BA.5 রয়েছে, যেগুলির অন্যান্য ওমিক্রন প্রজাতির তুলনায় কিছুটা বেশি সংক্রমণাত্মক। আতঙ্কিত হওয়ার দরকার নেই, তবে মনে রাখতে হবে যে কোভিড রয়েছে এবং আমাদের কোভিড-উপযুক্ত আচরণ মেনে চলতে হবে। বিশেষত, জনাকীর্ণ স্থান এড়িয়ে চলতে হবে এবং মাস্ককে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার অবিচ্ছেদ্য অংশ করে তুলতে হবে।


দেশে কোভিড সংক্রমণের পরিসংখ্যান-


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩২৯ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৭ হাজার ৫৮৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (Corona) মৃত্যু হয়েছে ১০ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৪। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৪ হাজার ৭৫৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩২ লক্ষ ১৩ হাজার ৪৩৫। অন্যদিকে বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬৩ লক্ষ ৭ হাজার ৮৪২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৫৩ কোটি ৪৬ লক্ষ ৭০ হাজার ৭১৪।