নয়া দিল্লি: দেশে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসের (Coronavirus) সংক্রমণ। এই আবহে ওমিক্রন (Omicron) নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে জানান হয়, ওমিক্রন কোনও সাধারণ সর্দি-কাশি নয়। দেশের শীর্ষ কোভিড উপদেষ্টা কে পল একথা আজ জানিয়েছেন। কোভিড টাস্ক ফোর্সের প্রধান বলেন, "ওমিক্রন সাধারণ সর্দি নয়। আমরা এই ভুল ধারণাটি ছড়িয়ে পড়তে দেখছি। সেই ভাবনাকে ঠিক করা আমাদের দায়িত্ব। আসুন মাস্ক পরি এবং টিকা নিতে থাকি সকলে। তা সে যাই হোক না কেন।"



তিনি এও বলেন, "টিকা কোভিড রোখার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।" স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল একদিন আগেই জানিয়েছিলেন, ওমিক্রন (Omicron) নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই। ওমিক্রনে মৃদু সংক্রমণ হয়। তিনি বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে হোম আইসোলেশনই যথেষ্ট। খুব কম সংখ্যক ওমিক্রন আক্রান্তকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে। তবে ওমিক্রনের সংক্রমণ ছড়ানোর ক্ষমতা ৭০ গুণ বেশি।' তবে স্বাস্থ্যমন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল এও জানিয়েছেন যে, ‘যাদের কোমর্বিডিটি আছে, তাদের উপর কীভাবে প্রভাব ফেলে, তাও অজানা। ফলে হোম আইসোলেশনের বিধি কঠোর ভাবে মানতে হবে। ওমিক্রন ভেরিয়েন্টটি এখন আধিপত্য বিস্তার করছে’। 


আরও পড়ুন, করোনার তৃতীয় ঢেউয়ে রাজ্যে ১ দিনে আক্রান্ত ২২ হাজার পার, মৃত্যু ২৩ জনের


আজ দেশের ও রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে চিকিৎসক অজয় সরকার (Dr. Ajay Sarkar) বলেন, 'যা পরিস্থিতি হচ্ছে, তা আগামিদিনে সামাল দেওয়া কঠিন হবে। আমরা দিতে পারব না - এটা ঘটনা। যেভাবে সংখ্যা বাড়ছে, আমাদের সংখ্যার পিছনে না দৌড়নোই ভালো। আমরা যতটা টেস্ট করছি, টেস্ট করছি না তার থেকেও বেশি। সবকটাই ওমিক্রন (Omicron), ফলে প্রকোপটা কম। কোভিড প্রোটকল আমাদের চালিয়ে যেতে হবে, টিকা নিতে হবে, বুস্টারটাও নিতে হবে। আমার মনে হয়, এমন দিন আসছে যে যারা পজিটিভ নয় তাঁদের কোয়ারেন্টাইন করতে হবে আর যারা পজিটিভ তাঁরা মাস্ক পরে ঘুরবেন'।


আইসিএমআর-এর ন্যাশনাল ইনস্টিটিউট অফ এপিডেমিওলজির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটির মহামারী বিশেষজ্ঞ এবং চেয়ারপার্সন ডাঃ মুলিল জানান, সংক্রমণটি প্রায় অপ্রতিরোধ্য এবং অত্যন্ত সংক্রামক। অধিকাংশ মানুষ জানবে না যে তারা সংক্রমিত। এটি ডেল্টার চেয়ে অনেক বেশি সংক্রামক।