নয়া দিল্লি : দেশের ৪০টির বেশি জেলায় ধীর গতিতে চলছে টিকাকরণ। এই সমস্ত জেলার প্রশাসনিক আধিকারকিদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক মুখ্যমন্ত্রীও বৈঠকে যোগ দিতে পারেন। আজ দুপুর ১২টায় ভার্চুয়ালি ওই বৈঠক রয়েছে।


প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যেসব জেলায় ৫০ শতাংশের কম প্রাপ্ত বয়স্ক একটি করে ডোজ পেয়েছেন এবং যেখানে দ্বিতীয় ডোজ কম পরিমাণে দেওয়া হয়েছে, সেই সব জেলার আধিকারিকদের বৈঠকে ডাকা হয়েছে। এইসব জেলাগুলি রয়েছে- ঝাড়খণ্ড, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, মহারাষ্ট্র, মেঘালয় ও অন্যান্য রাজ্যের অন্তর্ভুক্ত।


প্রসঙ্গত, কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শেষ বুলেটিন অনুযায়ী, দেশে ফের বেড়েছে করোনায় দৈনিক মৃত্যু। তবে কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছিল ৪৪৩ জনের। আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজার ৪২৩। যা গত ২৫০ দিনে সর্বনিম্ন দৈনিক সংক্রমণ।



  • দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৮ হাজার ৮৮০ জনের।

  •  মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ কোটি ৪২ লক্ষ ৯৬ হাজার ২৩৭।

  •  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৭৭৬।  

  • এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৬ লক্ষ ৮৩ হাজার ৫৮১ জন।

  •  একদিনে ১৫ হাজার ২১ জন সুস্থ হয়েছেন।


এদিকে গতকাল রাজ্যে সামান্য বেড়ে ৮০০-র ঘরে করোনা সংক্রমণ। মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health ) প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত একদিনে রাজ্যে নতুন করে সংক্রমিত হয়েছেন ৮৬২ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ১৫,৯৪,৪৯৫ জন। তার আগের দিন রাজ্যে করোনা আক্রান্ত হয়েছিলেন ৭২৫ জন। এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্য়ু হয়েছে ১১ জনের।