মুম্বই: বর্ষবরণের (New Year 2022) আগে মুম্বইয়ে (Mumbai) লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। বাড়ছে ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যাও। এই পরিস্থিতিতে ৭ জানুয়ারি পর্যন্ত বাণিজ্য নগরীতে ১৪৪ ধারা জারি থাকছে। বর্ষবরণের অনুষ্ঠান পালনেও জারি থাকছে নিষেধাজ্ঞা।


প্রশাসন সূত্রে খবর, মুম্বইয়ে (Mumbai) রেস্তোরাঁ, হোটেল, পানশালা, পাব, রিসর্ট, ক্লাব, এই সমস্ত জায়গায় আজ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত পার্টির আয়োজনেও নিষেধাজ্ঞা জারি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত আড়াই হাজারের বেশি। মুম্বইয়ে ৪৫টি বিল্ডিং সিল করে দিয়েছে পুরসভা (Municipality)। গতকাল মুম্বইয়ের ডেপুটি পুলিশ কমিশনার জানিয়েছন, ৩০ ডিসেম্বর রাত ১২টা থেকে ৭ জানুয়ারি ২০২২ রাত ১২টা পর্যন্ত এই বিধি জারি থাকবে। কোভিড বিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে। 


দেশের ২২টি রাজ্যে ছড়িয়েছে ওমিক্রন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮০ জন। এই নিয়ে দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে  দাঁড়াল ৯৬১। দিল্লিতে সবথেকে বেশি ২৬৩ জন আক্রান্ত। মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৫২। দিল্লির পর দেশের যে রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, সেই রাজ্যটি হল মহারাষ্ট্র। এরই মধ্যে মুম্বইয়ে করোনা আক্রান্তের সংখ্যাও বেড়ে যাওয়ায় নতুন করে চিন্তায় পড়ে গিয়েছে রাজ্য সরকার। মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে উদ্বেগ প্রকাশ করেছেন। সবাইকে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী। 


ওমিক্রন-উদ্বেগের মাঝেই দেশে করোনায় একলাফে প্রায় ৪৩ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ। তবে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যা।  কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৫৪ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৯ হাজার ১৯৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬৮ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩০২। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৮ লক্ষ ২২ হাজার ৪০ জন।  দেশে এখনও পর্যন্ত করোনায় ৪ লক্ষ ৮০ হাজার ৮৬০ জনের মৃত্যু হয়েছে। 


আরও পড়ুন: Third Wave: করোনার তৃতীয় ঢেউ নিয়ে সতর্কবার্তা জারি রাজ্য স্বাস্থ্য দফতরের