রাষ্ট্রপুঞ্জ: ইজারেয়েলের বিজ্ঞানীর দাবিতে এ বার সিলমোহর দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (World Health Organisation)। ভারতে করোনার না রূপ পওয়া গিয়েছে বলে নিশ্চিত করল তারা। চরিত্র বদলের পর করোনার ওমিক্রন (Omicron) রূপেরই নতুন একটি বংশধর,  BA.2.75-র আবির্ভাব ঘটেছে বলে জানিয়েছে তারা। তার প্রভাবেই নতুন করে সংক্রমণ ঊর্ধ্বমুখী বলে দাবি তাদের। 


নতুন চেহারায় ফের আবির্ভূত ওমিক্রন


বুধবার সাংবাদিক বৈঠক করে এ কথা জানান হু (WHO) প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস। তিনি বলেন, "গত দুই সপ্তাহে গোটা বিশ্বের সংক্রমণ প্রায় ৩০ শতাংশ বেড়েছে। করোনার যে ছয়টি নয়া বংশের হদিশ মিলেছে, তার মধ্যে চারটি গত সপ্তাহে সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী।"


আরও পড়ুন: GST on Hospital Admission: চিকিৎসা পরিষেবাতেও GST-র চাবুক, শয্যাভাড়ার উপর ৫% হারে কর, আহামরি কিছু নয়, মত রাজস্ব সচিবের


হু প্রধান আরও বলেন, "ইউরোপ, আমেরিকায় ওমিক্রনের যে দুই বংশধর নতুন করে সংক্রমণ বাড়াচ্ছে, সেগুলি হল, BA.4 এবং BA.5। ভারতের মতো দেশে যে বংশধর পাওয়া গিয়েছে, তা হল, BA.2.75। পরিস্থিতির দিকে নজর রাখছি আমরা।" বিশ্বের ৮৩টি দেশে BA.5 সংক্রমণ পাওয়া গিয়েছে। ৭৩টি দেশে মিলেছে BA.4 সংক্রমণ।



হু-র প্রধান বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথ জানিয়েছেন, ভারতেই প্রথম BA.2.75-এর হদিশ মেলে। তার পর আরও দশ দেশে মেলে এর হদিশ। তবে নতুন চেহারায় ওমিক্রনের এই রূপ সম্পর্কে এখনও পর্যন্ত তাঁদের হাতে বিশদ তথ্য নেই বলে জানিয়েছেন সৌম্যা। চরিত্র বদল করেই ওমিক্রন এই নতুন চেহারায় আবির্ভূত হয়েছে বলে দাবি তাঁর। কোনও সংক্রমিতের শরীরেই এই চরিত্র বদল ঘটেছে বলে জানিয়েছেন তিনি। তবে এর সংক্রমণ ছড়ানোর ক্ষমতা কেমন, তা বুঝতে আরও কিছু দিন সময় লাগবে বলেও জানিয়েছেন।


নতুন করে বাড়ছে সংক্রমণ


উল্লেখ্য, গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত গোটা বিশ্বে ৪৬ লক্ষ মানুষ নতুন করে সংক্রমিত হয়ে পড়েছেন। তবে দুই সপ্তাহ আগে ৮ হাজারের বেশি মৃত্যু ঘটলেও, তা ১২ শতাংশ কমেছএ বলে জানা গিয়েছে। এ বছর ৩ জুলাই পর্যন্ত গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৫৪ কোটি ৬০ লক্ষ। মারা গিয়েছেন ৬৩ লক্ষ মানুষ।