নয়াদিল্লি : করোনার দ্বিতীয় ধাক্কা ক্রমশ কাটিয়ে উঠছে দেশ। শেষ ১২ দিন ধরে দেশে এক লাখের নিচে দৈনিক সংক্রমণ। বিভিন্ন রাজ্যেও করোনার চোখরাঙানি কমার পরে আস্তে আস্তে ক্রমশ বিধিনিষেধ শিথীল করছে রাজ্যগুলি। এই পরিস্থিতিতে মানুষের যাতায়াতের জন্য বাড়ছে চাহিদাও। তাই সেই পরিস্থিতির কথা মাথায় রেখে আরও ৬৬০টি ট্রেনের পরিষেবা চালু করা হয়েছে বলে ঘোষণা করল ভারতীয় রেল।


রেলমন্ত্রকের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতেও জানানো হয়েছে, গোটা দেশে করোনার গ্রাফ নিম্নমুখী ও ট্রেনের চাহিদা ঊর্ধ্বমুখী হওয়ার বিষয়টি মাথায় রেখে স্পেশাল ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে। গণপরিবহন ব্যবহার করে কাজে যাওয়ার ক্ষেত্রে সমস্যা মেটাতে এবং করোনার ধাক্কার সময় কর্মক্ষেত্র ছেড়ে নিজেদের বাড়ি ফিরে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফের তাদের কর্মস্থলে পৌঁছোনর কথা মাথায় রেখেই এই পদক্ষেপ।


জানানো হয়েছে, কোভিডের দ্বিতীয় ধাক্কার আগে গোটা দেশজুড়ে ১ হাজার ৭৬৮টি মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করত। করোনার ধাক্কায় তা একধাক্কায় অনেকটা বাধ্য হয়েই কমিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ১৮ জুন থেকেই ফের ৯৮৩টি মেল ও এক্সপ্রেস ট্রেন ফের যাত্রা শুরু করবে। কোভিড পূর্ববর্তী স্বাভাবিক সময়ের মোট ট্রেন সংখ্যার যা প্রায় ৫৬ শতাংশ। একসময় করোনার ধাক্কায় দৈনিক প্রায় ২ হাজার করে রেলকর্মী আক্রান্ত হচ্ছেন বলে জানিয়ে বাধ্য হয়েই একাধিক ট্রেনের পরিষেবা বাধ্য হয়ে বন্ধ রাখার কথা ঘোষণা করা হয়েছিল। আপাতত পরিস্থিতি বদলেছে।


কিছুদিন আগে থেকেই ধাপে ধাপে ট্রেনের সংখ্যা বাড়ানো শুরু করা হয়েছিল। ১ জুনের হিসেব অনুযায়ী, দেশে দৈনিক ফের ৮০০ মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল করা শুরু হয়ে গিয়েছিল। বিবৃতিতে বলা হয়েছে, 'চলতি মাসের বিভিন্ন জোন মিলিয়ে ৬৬০টি মেল ও এক্সপ্রেস ট্রেন চলাচল ফের আগের মতোই শুরু হয়ে গিয়েছে।' বিভিন্ন জোনের রেলকে রেলমন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে, স্থানীয় পরিস্থিতি ও ট্রেনের চাহিদার ওপর ভিত্তি করেই ধাপে ধাপে আগের মতো পর্যায়ে ট্রেন চালানোর দিকে ফিরে যেতে।