নয়াদিল্লি: ভারতের নিরাপত্তা ক্ষেত্রে আধা-সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অপরিসীম। ভোটের সময় নিরাপত্তা দেওয়া, সীমান্ত প্রহরা, বিশেষ এলাকায় নিরাপত্তা, উপদ্রুত এলাকায় টহলদারি। বা আরও গুরুত্বপূর্ণ কোনও কাজ--সব ক্ষেত্রেই কড়া নিরাপত্তার ভরসা জোগায় ভারতের আধাসামরিক বাহিনী। ভারতের একাধিক আধাসামরিক বাহিনী রয়েছে, যার মধ্যে অন্যতম Central Reserve Police Force (CRPF). সেই বাহিনীর জন্যই একটি বিশেষ দিন পালিত হয় শৌর্য্য দিবস। আজ, ৯ এপ্রিল সেই দিন।
কেন পালিত হয়?
১৯৬৫ সালের একটি ঘটনার কথা স্মরণ করার জন্য পালিত হয় এই দিনটি। ১৯৬৫ সাল, গুজরাতের কচ্ছের রানে (Rann of Kuchh) সর্দার পোস্ট। পাকিস্তান সীমান্তের ওই জায়গায় মোতায়েন ছিল সিআরপিএফ-এর ২টি কোম্পানি। এই দিনেই সেখানে হামলা চালায় পাকিস্তানের বাহিনী। কচ্ছের রানে থাকা ভারতীয় বর্ডার পোস্টগুলির দখল নিতে অপারেশন ডেজার্ট হক (Desert Hawk) চালিয়েছিল পাকিস্তান। ভারী সমরাস্ত্রে সজ্জিত পাকিস্তানের সেনাবাহিনীর ওই হামলা রুখতে সেদিন সেখানে ছিলেন মাত্র শ'দেড়েক সিআরপিএফ জওয়ান। পরপর তিনবার হামলা চালায় পাকিস্তান। কিন্তু প্রতিবারই বিফল হয় তারা। ওই কয়েকজন ভারতীয় জওয়ানের টানা ১২ ঘণ্টার হার-না মানা লড়াইয়ে সেদিন পিছু হঠতে হয়েছিল পাকিস্তানকে। একাধিক পাক সৈন্য মারা গিয়েছিলেন। ধরা পড়েছিলেন কয়েকজন। সেদিন ভারতের ভূখণ্ড রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন ৬ জন সিআরপিএফ জওয়ানও। তারপর থেকে প্রতিবছর ৯ এপ্রিল দিনটি সিআরপিফ (CRPF)-এর তরফে শৌর্য দিবস (Valour Day) হিসেবে পালন করা হয়।
CRPF কী?
সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স বা Central Reserve Police Force (CRPF) ভারতের সবচেয়ে বড় আধাসামরিক বাহিনী। এই বাহিনী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনে রয়েছে। বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে, উপদ্রুত এলাকায় নজরদারি রাখতে এবং কাউন্টার ইনসার্জেন্সির (Counter-insurgency) জন্যও এই বাহিনী ব্যবহার হয়ে থাকে।
আরও পড়ুন: রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদ থেকে সাসপেন্ড রাশিয়া, ভোটে কী অবস্থান নিল ভারত ?